দেহেরগতি
Barisalpedia থেকে
চন্দ্রদ্বীপ রাজা পরমানন্দ বসুর পৈতৃক বাসভূমি ছিল বাবুগঞ্জ থানার দেহেরগতি গ্রাম। এ গ্রামে কয়েকটি জমিদার পরিবার বাস করত। ১৯১৮ খৃৃস্টাব্দে এখানে ঈশ্বর নারায়ন হাইস্কুল প্রতিষ্ঠিত হয়। এ গ্রামের অনেক যুবক অনুশীলন ও যুগান্তর দলে যোগ দিয়ে ভারতের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন।
তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০