জাহাঙ্গীর বাহাদুর
বেইজ কমান্ডার, স্বরূপকাঠী। জাহাঙ্গীর বাহাদুর পিরোজপুর জেলার স্বরূপকাঠী থানার সোহাগদল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নূর মোহাম্মদ। তিনি ঢাকা নটর ডেম কলেজ থেকে বিএ পাস করে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ১৯৭১ সালে তার ছোট ভাই মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম ২৭ মার্চ ঢাকায়, বড় ভাই আলমগীর ১২ মে পিরোজপুরে শহীদ হন। মুক্তিযুদ্ধকালে তার সম্পাদনায় নাজিরপুর থেকে ১ আগস্ট আমার বাংলা পত্রিকা প্রকাশিত হয়। তিনি স্বরূপকাঠী ও নাজিরপুর থানার কমান্ডার ছিলেন। তিনি দুই থানার অস্ত্র কেড়ে এনে মুক্তিবাহিনী শক্তিশালী করেন। তাঁর নেতৃত্বে স্বরূপকাঠীর ইন্দ্রেরহাট যুদ্ধে ১৭ পাকসেনা নিহত হয়। তার নেতৃত্বে স্বরূপকাঠী থানা মুক্ত হয়। স্বাধীনতার পর ষড়যন্ত্রে ২৭ মার্চ তাকে এবং তার ভাই আবদুল খালেককে হত্যা করে। তার মৃত্যুর খবর পেয়ে তাঁর স্ত্রী মারা যায়। এভাবে এক পরিবারের ৪ জন শহীদ হন।
তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।