চিত্তরঞ্জন সুতার
স্বাধীন বাংলাদেশের অন্যতম রূপকার শ্রীচিত্তরঞ্জন সুতার স্বরূপকাঠি উপজেলার বাটনাতলায় জন্মগ্রহণ করেন। তিনি বিএম কলেজ থেকে বিএ পাস করেন। তিনি কংগ্রেস রাজনীতির সাথে জড়িত ছিলেন। ১৯৫৪ সালে তিনি পূর্ব পাকিস্তান আইনসভার এমএলএ নির্বাচিত হন। তিনি একাধিকবার কারাবরণ করেন। পূর্ব পাকিস্তানকে স্বাধীন বাংলাদেশ করার জন্য ভারতের সাহায্য-সহযোগিতা পাওয়ার জন্য তিনি বঙ্গবন্ধুর নির্দেশে আলোচনা করতেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তিনি ভারত সরকার ও প্রবাসী বাংলাদেশ সরকারের সাথে সমন্বয় করতেন। তার বাসভবন কলকাতায় সানি ভিলায় মুক্তিযুদ্ধকালে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বাস করতেন। ১৯৭৩ সালে নির্বাচনে আওয়ামী লেিগর প্রার্থী হিসেবে তিনি স্বরূপকাঠি কেন্দ্র থেকে এমপি নির্বাচিত হন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর তিনি ভারতে আশ্রয় নেন। ২০০৪ সালে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র: সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (২য় খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।