চর কুকরি-মুকরি

Barisalpedia থেকে

চর কুকরি মুকরি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার একটি গ্রাম। মূল ভূখণ্ড থেকে ১৯ মাইল দূরে অবস্তিত চর কুকরি-মুকরি। এ চর আগে গলাচিপা থানার অন্তর্ভূক্ত ছিল। এ চরে প্রথম কুকুর বিড়ালের আবাস ছিল। এ কারণে চর কুকরি-মুকরি বলা হয়। আবার অনেকে বলেন এ চরের ইঁদুরগুলো কুকুর বিড়ালের মতো বড় ছিল, এ জন্য এ নাম হয়েছে। ১৮৭৪ খৃৃস্টাব্দে পর্যন্ত এখানে কোনো জনবসতি ছিল না। এখানে এখন একটি বন্যপ্রাণী সংরক্ষনাগার বা অভয়ারণ্য রয়েছে।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।