গার্ডনার (Gardner)
Barisalpedia থেকে
গার্ডনার (Gardner) - ১৮০৪ খৃৃস্টাব্দে উইন্টলের স্থলে গার্ডনার জজ-ম্যাজিষ্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট নিযুক্ত হন। তিনি ১৮০৪ খৃৃস্টাব্দে একটি কাঁচা-পাকা জেলখানা নির্মাণ করেন। এ জেলখানার পাকা দেয়াল এবং খড়ের ছাউনি ছিল। তার সময় ১৮০৫ খৃৃস্টাব্দে পুলিশ খাতে ৩৩৩৬০ টাকা খরচ হয়।
তথ্যসূত্র: সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী। ২০১০।