খাদেম

Barisalpedia থেকে

১৯৫৬ সালের ২৩শে মার্চ খানবাহাদুর হাসেম আলী খান এর পৃষ্ঠপোষকতায় গুলিস্তান প্রেস থেকে প্রকাশিত হয় পাক্ষিক ‘খাদেম’। এর প্রধান স¤পাদক ছিলেন জনাব নুরুল ইসলাম খান (সুলতান)। কার্যনির্বাহী স¤পাদক ছিলেন এ. বি. এম. সৈয়দ আহমদ। স্বৈরাচারী মোনায়েম সরকারের বিরুদ্ধে এবং স্থানীয় প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে লেখা প্রকাশ করায় ষোলবার সরকারী হয়রানির দুর্ভোগ পোহাতে হয়। শেষ পর্যন্ত ৬৬ সালের ২১শে জুন ‘খাদেম’ পত্রিকার অফিস এবং গুলিস্তান প্রস সরকার কর্তৃক তালাবন্ধ হয়। এ প্রসঙ্গে সিরাজউদ্দীন আহমেদ ‘হাশেম আলী খান’ গ্রন্থে লিখেছেন : ‘আয়ুব সরকারের সমালাচেনার জন্য ১৯৬৬ সালের একুশে জুন খাদেম বন্ধ করে দেয়া হয় এবং স¤পাদকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সরকার পরে মামলা তুলে নেয় এবং ২৫শে জুলাই থেকে আবার প্রকাশিত হয়।’

খাদেম ইংরেজি মাসে ১ ও ১৬ তারিখ প্রকাশিত হতো। এতে দেশ-বিদেশের খবর, বিশেষত বরিশাল জেলার খবরাখবর, নিলাম-সার্টিফিকেট, গল্প, কবিতা ইত্যাদি প্রকাশিত হতো। পত্রিকাটি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পুনরায় প্রকাশিত হয়ে বেশ কয়েক বছর চলেছিল। এ. বি. এম. সৈয়দ আহমেদের পরিচালনায় নূরুল ইসলাম খান কর্তৃক গুলিস্তান প্রেস, বরিশাল থেকে মুদ্রিত ও প্রকাশিত হতো। পৃষ্ঠা সংখ্যা ছিল ৮, মূল্য ২৫ পয়সা, বার্ষিক চাঁদা ৫ টাকা, যান্মাষিক ৩ টাকা। এই একই সময়ে নূরুল ইসলাম খান (সুলতান) এর স¤পাদনায় ইংরেজি সাপ্তাহিক হিসেবে ‘খাদেম’ প্রকাশিত হয় এবং এক বছর চলার পর বন্ধ হয়ে যায়।


তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি, ২০০১।