কাউরিয়া পঞ্চরত্ন মন্দির, হিজলা
Barisalpedia থেকে
আঠারোশ সালের শেষের দিকে হিজলার গুয়াবাড়ি ইউনিয়নের কাউরিয়া গ্রামের জমিদার বরদাকান্ত মিত্র প্রতিষ্ঠা করেন এই বিশালাকৃতির রত্ন মন্দির। উঁচু বেদীর উপর বিশেষ স্থাপত্য রীতিতে তৈরি এই পঞ্চরতœ মন্দির স্থানীয়ভাবে জোড়া মঠ নামে পরিচিত। মন্দির থেকে সংলগ্ন দীঘিতে নেমে আসা দীর্ঘ সোপান শ্রেনী, কাউরিয়া গ্রামের এই মন্দিরকে ভিন্ন মাত্রা প্রদান করেছে। এই স্থাপত্য রীতিতে নির্মিত মন্দির এই অঞ্চলে বিরল।
তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।