কংগ্রেস কমিটির প্রাদেশিক অধিবেশন, বরিশাল, ১৯২৩

Barisalpedia থেকে

১৯২৩ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে বরিশালে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির অধিবেশন হয়। শ্যামসুন্দর চক্রবর্তী অধিবেশনের সভাপতি ছিলেন। এ সভায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ আইনসভায় প্রবেশের প্রস্তাব করলেন শরৎ কুমার ঘোষ তার বিরোধিতা করে। অশ্বিনীকুমার দত্তের বাড়িতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ও সুভাষ চন্দ্র বসু ঐকমত্যে পৌঁছার চেষ্টা করেন। বরিশালের কংগ্রেস দু’ভাগ হলো - প্রোচেঞ্জার, নোচেঞ্জার। প্রোচেঞ্জার দলের শরৎ কুমার ঘোষ কংগ্রেস হতে পদত্যাগ করে স্বরাজ সংঘ স্থাপন করেন। দুর্গামোহন সেন হলেন সভাপতি এবং সম্পাদক হলেন সুরেশ চন্দ্র গুপ্ত। তারা কাউনিয়ার একটি জাতীয় বিদ্যালয় স্থাপন করেন ।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।