উলফৎ গাজী
Barisalpedia থেকে
উলফৎ গাজী ছিলেন সম্রাট জাহাঙ্গীরের বিশ্বাসভাজন সেই ব্যক্তি যে চন্দ্রদ্বীপের রামচন্দ্রের সাথে যুদ্ধে ইসলাম খা-কে সাহায্য করেছিল। একইসাথে সে ছিল নলচিড়ার মিয়াদের আদি পুরুষ।
এই সংগ্রামের ফলে চন্দ্রদ্বীপ রাজাদের তিনশো বছরের স্বাধীনতার ইতিহাসের সমাপ্তি ঘটে। এই যুদ্ধে উলফৎ গাজী মোগলদের সাহায্য করেছিল। তাই সম্রাট জাহাঙ্গীর সন্তুষ্ট হয়ে তাকে চন্দ্রদ্বীপ থেকে সৃষ্ট নাজিরপুর পরগনা প্রদান করেন। গৌরনদীর নলচিড়ার মিয়ারা উলফৎ গাজীর বংশধর। জাহাঙ্গীর চন্দ্রদ্বীপ থেকে সৃষ্ট আরেকটি পরগণা সেলিমাবাদ দান করেন মদনমোহন রায়কে।