উমা দাশগুপ্ত

Barisalpedia থেকে

জাদু সম্রাজ্ঞী উমা দাশগুপ্তের আদি নিবাস বরিশালের বর্তমান আগৈলঝাড়ায় গৈলা গ্রামে। পিতা ডেপুটি ম্যাজিস্ট্রেট চিন্তাহরণ দাশগুপ্ত; মাতা অমিয়কুমারী দাশগুপ্ত। উমা দাশগুপ্তের জন্ম ১৪ এপ্রিল ১৯২৮ এবং মৃত্যু ২১ জুন ২০০৫।

উমা দাশগুপ্ত বেথুন কলেজ থেকে বি.এ. পাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় ডিপ্লোমা লাভ করেন। কেন্দ্রীয় সরকারের এক্সপোর্ট ইমপোর্ট বিভাগে কর্মরত ছিলেন। বিশিষ্ট চক্ষু চিকিৎসক ও ইন্দজালবিদ অগ্রজ শান্তিরঞ্জন দাশগুপ্তের কাছে তাঁর জাদুবিদ্যার প্রেরণা ও শিক্ষা। ১৯৬৫ খ্রিস্টাব্দ থেকেই তিনি একদল কুশলী সুরশিল্পী সুদক্ষ সহকারী ও সহকারিণী এবং বিরাট যন্ত্রসম্ভারসহ তাঁর নিজস্ব পূর্ণাঙ্গ ‘ইন্দ্রজাল’ প্রোগ্রাম শুরু করেন। ভূটানে তিনিই প্রথম জাদুবিদ্যা প্রদর্শন করে খ্যাত হন। ৫ নভেম্বর ১৯৬৬ তারিখে ইন্ডিয়ান ম্যাজিশিয়ান ক্লাব কর্তৃক ‘জাদুভারতী’ ও ১৪ নভেম্বর ১৯৬৮ তারিখে উক্ত ক্লাব এবং অল ইন্ডিয়া ম্যাজিক ইনস্টিটিউট থেকে ‘জাদু সম্রাজ্ঞী’ উপাধি লাভ করেন। মঞ্চে এবং আকাশবাণীতে দক্ষতার সঙ্গে অনেক অভিনয় করেছেন। বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর অনেক গল্প, প্রবন্ধ ও কবিতা প্রকাশিত হয়েছে। রচিত গ্রন্থ: ‘যাদু সম্রাজ্ঞীর অভিজ্ঞতা’ ও ‘স্মরণীয় যাঁরা’।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।