ইদিলপুর
ইদিলপুর বরিশালের একটি পরগণার নাম। সম্রাট আকবরের সময় সরকার বাকলার ৪টি মহল বা পরগণার মধ্যে ইদিলপুরের নাম উল্লেখ আছে। হিন্দু পুরাণে ইদিলপুরকে বাকলার উত্তরে ‘ইন্দিলপুরী যজ্ঞসীমা’ বলা হয়েছে। মিঃ ব্লকম্যান বলেছেন, আদিল বা ন্যায় বিচার হতে ইদিলপুর হয়েছে। শের শাহের বংশধর আদিলের নামানুসারে ইদিলপুর হতে পারে। কিন্তু আদিল যে বাকলা দখল করেছে বা তার কোন কর্মচারী এ পরগণার নামকরণ করেছে তার কোন প্রমাণ পাওয়া যায়নি।
খুব সম্ভবত প্রাচীনকাল হতে হিজলা, মুলাদী ও মাদারীপুরের ঘোষেরহাট ইন্দিলপুর নামে পরিচিত ছিল। এ অঞ্চলের জনগণকে ইদিলপুরী বলা হতো। বাংলার বারভূঁইয়াদের অন্যতম শ্রীপুরের চাঁদ রায় কেদার রায়ের সেনাপতি রঘুনন্দ চৌধুরী ইদিলপুরের প্রথম জমিদার। ১৮১২ খৃৃস্টাব্দে ইদিলপুর পরগণা কলকাতার মোহিনী মোহন ঠাকুর নিলামে ক্রয় করেন। ঢাকা থেকে দূরে অবস্থিত হওয়ায় মুলাদী ও হিজলা থানার উত্তরে অবস্থিত ইদিলপুর পরগণার একাংশ ১৮১৬ খৃৃস্টাব্দে বাকেরগঞ্জ জেলাভুক্ত করা হয়।
তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।