আবুল হাসান শামসুদ্দিন
আবুল হাসান শামসুদ্দিন বৃহত্তর ভোলা জেলার দৌলতখান উপজেলার জয়নগরে ১৯৩৫ সালের ১১ই ফেব্রুয়ারী জন্মগ্রহন করেন। তাঁর শিক্ষাগত যোগ্যতা এম.এ. ও পিএইচ,ডি, কলিকাতা বিশ্ববিদ্যালয়। তিনি গাইবান্ধা কলেজ, সরকারী কুমুদিনী কলেজ অধ্যাপনা করেন। বাংলাদেশ সরকারের শিক্ষা বিভাগে কর্মরত থাকার পর তিনি ঢাকার সোহরাওয়ার্দী কলেজের সহঅধ্যক্ষের পদে যোগদান করেন।
তাঁর প্রকাশিত গ্রন্থ: মুখর প্রান্তর (গল্প, ১৯৬১), ছোটদর আরব্য উপন্যাস (১৯৬০), আত্মজীবনী, মওলানা মোহাম্মদ আলী, নজরুল ইসলামের শ্রেষ্ঠ গল্প (১৯৫৫), তিমির জাগরী (কাব্য ১৯৮৮), সমুদ্রের দিকে (১৯৮৮), মাইকেলের কাব্যের ব্যঙ্গানুকৃতির উপর রচিত তাঁর পি.এইচ.ডি. থিসিসখানি প্রকাশিত হয়েছে। তিনি ‘অনুক্ত’ নামে একখানি পত্রিকা সম্পাদনা করেন। তাঁর স্ত্রী ড. সেলিনা সাঈদ ‘শরৎ সাহিত্যে ব্যক্তি ও সমাজ’ (প্রকাশিত ১৩৯৮) নামে একখানি গবেষণা গ্রন্থ প্রকাশ করেছেন। উল্লিখিত অভিসন্দর্ভখানি তাঁর পি এইচ.ডি থিসিস (কলিকাতা বিশ্ববিদ্যালয়, ১৯৮৩)।
তথ্যসূত্র: মোহাম্মদ সাইফ উদ্দিন সম্পাদিত ‘বাকেরগঞ্জ জেলার ইতিহাস’।