আবুল কাসেম বীরবিক্রম, শহীদ
Barisalpedia থেকে
শহীদ আবুল কাসেম বীরবিক্রম ভান্ডারিয়া উপজেলার রাধানগর তেওয়ারীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আবদুল ছোমেদ। ১৯৭১ সালে রাজশাহী ইপিআর হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন। তিনি ৬ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে যোগ দেন। রাজশাহী জেলার পবা উপজেলার হরিপুর গ্রামে পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে তিনি ১৯৭১ সালের ২১ নভেম্বর শহীদ হন। তাঁর বীরত্বপূর্ণ আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে সরকার ‘বীরবিক্রম’ উপাধিতে ভূষিত করে। তাঁর সনদ নম্বর ১০৯। তার স্ত্রীর নাম রাজিয়া বেগম। তাঁর দুই ছেলে।
তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫