অমিয়কুমার বন্দ্যোপাধ্যায়

Barisalpedia থেকে

পুরাতত্ত্বের বিশিষ্ট কর্মকর্তা ও প্রবন্ধকার অমিয়কুমার বন্দ্যোপাধ্যায় ১ জানুয়ারি ১৯১৬ সালে বরিশাললে জন্মগ্রহণ করেন। পিতার নাম বিপিনবিহারী বন্দ্যোপাধ্যায়। মৃত্যু ১০ সেপ্টেম্বর ১৯৮৮।

অমিয়কুমার ম্যাট্রিক ও আই.এসসি. পরীক্ষায় অষ্টম স্থান অধিকার করে উত্তীর্ণ হন। অর্থনীতি বিষয়ে বি.এ. ও এম.এ. পাশ করেন। বি.সি.এস. পরীক্ষায় তৃতীয় হয়ে প্রাদেশিক সিভিল সার্ভিসে যোগ দেন এবং প্রায় রেকর্ড সময়ে আই.এ.এস. পর্যায়ে উন্নীত হন। রাজ্য সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের সচিবের পদে থাকাকালীন ১৯৭৪ খ্রিস্টাব্দে তিনি অবসরগ্রহণ করেন। লেখকজীবনে ক্যামেরা হাতে ভারত, নেপাল ও শ্রীলঙ্কার অসংখ্য স্থানে ভ্রমণ করেছেন এবং দেশ-বিদেশের নামি পত্রিকায় বহু সচিত্র প্রবন্ধ লিখেছেন- প্রধানত ইংরেজিতে। তাঁর রচিত গ্রন্থ: ‘বাঁকুড়ার মন্দির’, ‘বঙ্গলক্ষ্মীর ঝাঁপি’, ‘রূপবতী নগর’, ‘হুগলি জেলার গেজেটিয়ার’, ‘হাওড়া জেলার গেজেটিয়ার’, ‘বাঁকুড়া জেলার গেজেটিয়ার’ প্রভৃতি। সম্পাদনা করেছেন নদিয়া, হাওড়া ও কুচবিহার জেলা তিনটির পুরাকীর্তি বিষয়ক গ্রন্থ।



তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।