অণিমা সেনগুপ্ত

Barisalpedia থেকে

জন্ম মার্চ ১৯২০। মৃত্যু ২ ফেব্রুয়ারি ১৯৬৪। জন্মস্থান: গৈলা, বরিশাল। পিতা বিমলেন্দু। পরিবারের সকলেই মহাত্মা অশ্বিনীকুমার দত্তের আদর্শে স্বদেশি ভাবে অনুপ্রাণিত ছিলেন। বরিশালের ব্রজমোহন কলেজ থেকে ১৯৪০ খ্রি. বি.এ, ১৯৪৩ খ্রি. কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাসে এম.এ এবং শিক্ষকতা করতে করতে বি.টি ও এম.এড. পাশ করেন। দেশ-বিভাগের ফলে পরিবারের সঙ্গে কলকাতায় এসে কয়েক বছর পুনর্বাসন দপ্তরে চাকরি করেন। ১৯৫৭ খ্রি. থেকে মৃত্যুকাল অবধি ‘শশিমুখী বালিকা বিদ্যালয়ে’র প্রধানশিক্ষিকাপদে ছিলেন। ১৯৫৩ খ্রি. থেকে দুর্গম কৈলাস ও মানস সরোবর, গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ, গোমুখ, পি-ারী, রূপকু- প্রভৃতি তীর্থাঞ্চল ভ্রমণ করেন। তাঁর শেষ অভিযান ‘হিমালয়ান মাউন্টেনিয়ারিং এসোসিয়েশনে’র সদস্য হিসাবে কুমায়ুনের ট্রেইল গিরিবর্ত্ম অঞ্চলে। ধস নামার ফলে গোরী গঙ্গাতীরে নিক্ষিপ্ত হয়ে মারা যান। ওইখানেই তাঁর সমাধি দেওয়া হয়। তিনি কৈলাস, মানস সরোবর ও বিভিন্ন পার্বত্য অঞ্চলের রঙিন চিত্র অঙ্কন করেছেন। তাঁর কয়েকটি কবিতাতে সাহিত্যপ্রীতির পরিচয় পাওয়া যায়।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।