হালিমা মঞ্জিল, বরিশাল

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৭:২৫, ২৩ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("বরিশাল জিলার চরামদ্দির জমিদার ইসমাইল খান চৌধুরীদের বরিশ..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

বরিশাল জিলার চরামদ্দির জমিদার ইসমাইল খান চৌধুরীদের বরিশাল শহরস্থ বাড়ির নাম। উড়িষ্যা থেকে আগত এই পরিবার চরামদ্দি এলাকায় তাদের জমিদারি পত্তনের অনেক পরে ইসমাইল চৌধুরী শহরের সদর রোডে এই বাড়ি নির্মাণ করেন। তিনটি বিশালাকার গম্বুজ, সম্মুখভাগে সুদৃশ্য কারুকার্যময় খিলান এবং ভেতরকার সাজসজ্জা এই ভবনটিকে আলাদা বৈশিষ্ট্যে প্রতিষ্ঠিত করেছে। তপন রায়চৌধুরীর ‘বাঙালনামা’ থেকে জানা যায় যে, এই বাড়ি এক সময় এতদঞ্চলের রাজনীতিবিদ এবং সংস্কৃতিজনের মিলনমেলার স্থান ছিল।


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।