হান্টার

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১১:০৫, ৩ নভেম্বর ২০১৭ পর্যন্ত সংস্করণে ("১৮১৭ খ্রিস্টাব্দে হান্টার বাকেরগঞ্জের সহকারী কালেক্টর..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

১৮১৭ খ্রিস্টাব্দে হান্টার বাকেরগঞ্জের সহকারী কালেক্টর ফ্রেজারের নিকট হতে বাকেরগঞ্জের প্রথম পৃথক জেলা কালেক্টর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তার মাসিক বেতন ছিল ১৫০০ টাকা। হান্টার ১৮১৯ খ্রিস্টাব্দের ৬ নভেম্বর বার্লোর নিকট দায়িত্ব প্রদান করে চলে যান। হান্টার পুনরায় ১৮২০ খ্রিস্টাব্দের ৩০ অক্টোবর জেলার কালেক্টর নিযুক্ত হন এবং ১৮২১ খ্রিস্টাব্দের ২২ জানুয়ারি কালেক্টর ম্যাক্সওয়েলের নিকট দায়িত্ব অর্পণ করে চলে যান। মিঃ হান্টার এ জেলায় ভূমি বন্দোবস্ত দিয়ে আবাদ বৃদ্ধি করেন। চর ও সুন্দরবন ভ্রমণ করে তিনি আবাদের উৎসাহ দেন। তিনি রামনা-বামনা, ফুলঝুরি ও চর কুকরি-মুকরি পরিদর্শন করেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।