স্ট্রাট

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ২১:১২, ৩ নভেম্বর ২০১৭ পর্যন্ত সংস্করণে ("কালেক্টর ষ্ট্রাট দুই মেয়াদে ১৮৩৯-৪০ ও ১৮৪৪-৪৫ সময়কাল বর..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

কালেক্টর ষ্ট্রাট দুই মেয়াদে ১৮৩৯-৪০ ও ১৮৪৪-৪৫ সময়কাল বরিশালের কালেক্টর ছিলেন। ১৮৪৫ খৃৃস্টাব্দে বাকেরগঞ্জের কালেক্টর ষ্ট্রাটের সময় বরিশাল ট্রেজারিতে ৪০ হাজার টাকা ঘাটতি দেখা দেয়। ট্রেজারারের ৭ বছর জেল এবং ষ্ট্রাটের পদাবনতি হয়েছিল। স্ট্রাট দেশীয় এক হিন্দু মহিলাকে বিয়ে করেন এবং তাঁর বাসাতে পূজা হতো।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।