সৌদামিনী দেবী

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৭:১২, ১৫ এপ্রিল ২০১৯ পর্যন্ত সংস্করণে ("সৌদামিনী দেবী বরিশাল সদর উপজেলার অধীন লাখুটিয়া গ্রামের..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

সৌদামিনী দেবী বরিশাল সদর উপজেলার অধীন লাখুটিয়া গ্রামের রাখালচন্দ্র রায়চৌধুরীর স্ত্রী ছিলেন। তাঁর জন্মসাল অজ্ঞাত। মৃত্যুর সাল ১৮৭৪। তিনি স্ত্রী শিক্ষা ও ব্রাহ্ম ধর্ম প্রচারে এক অগ্রণী নারী ছিলেন।

১৮৬৫ খৃস্টাব্দে স্বামীর সঙ্গে আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামীর কাছে সৌদামিনী দেবী প্রকাশ্যভাবে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হন। এই কারণে সম্পত্তিচ্যুত হন। পরে রাখালচন্দ্র মামলায় জিতে স্বগ্রামে একটি ভোজসভার আয়োজন করেন। এই সভায় ব্রাহ্ম ও শ্বেতাঙ্গ খ্রিস্টানগণ সস্ত্রীক নিমন্ত্রিত হন। লাখুটিয়ার সম্ভ্রান্ত জমিদার পরিবারের মহিলারা তাঁর চেষ্টায় এই ভোজসভায় যোগ দেন। ফলে বরিশাল তথা বাংলায় প্রচন্ড আলোড়ন হয়। কলকাতায় ‘ইন্ডিয়ান মিরর’ পত্রিকা এই আন্দোলনে যোগ দেয়। বরিশালে বিধবাবিবাহ দেওয়া ও স্ত্রীশিক্ষা প্রচারে তাঁর বিশিষ্ট স্থান ছিল। তিনি মন্দিরে উপাসনা করতেন, ‘বামাবোধিনী’ পত্রিকায় স্বীয় ধর্মমত বিষয়ে প্রবন্ধ লিখতেন এবং ইংরেজ মহিলাদের ভোজসভায় যোগ দিতেন। ঢাকা ও কলকাতার ব্রাহ্মসমাজ মন্দিরে কখনো গান করতেন। কেশব সেনের উপাসনা ও তাঁর সংগীত কলকাতা সিন্দুরিয়াপট্টির উৎসবে উপাসকমন্ডলকে মুগ্ধ করেছিল। তিনি ১৮৭৪ সালে অল্পবয়সে মারা যান।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান