সুলতান উদ্দিন আহমেদ (সুলতান মাস্টার)

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১১:৪৪, ২৮ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

বেইজ কমান্ডার, ঝালকঠি। সুলতান উদ্দিন আহমেদ (সুলতান মাস্টার) ১৯৩২ সালের ২ মার্চ বাবুগঞ্জ থানার মাধবপাশা ইউনিয়নের লাফাদি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষকতা করতেন এ কারণে তাকে সুলতান মাস্টার বলা হতো। ১৯৭১ সালে স্থানীয় যুবকদের নিয়ে একটি সশস্ত্র দল করেন। তাকে ঝালকাঠি থানার বেইজ কমান্ডার নিযুক্ত করা হয়। তিনি বরিশাল-ঢাকা সড়কে গাবখান ও চাচৈর যুদ্ধে সাহসিকতার পরিচয় দেন। ১৯৭৩ সালে অস্ত্র উদ্ধারে তার ওপর রক্ষীবাহিনী নির্মম নির্যাতন চালায়। তিনি বরিশাল জেলা হাসপাতালে ১৯৭৩ সালের ৩ নভেম্বর মৃত্যুবরণ করেন। তাকে লাফাদি গ্রামে নিজ বাড়িতে দাফন করা হয়। তিনি অবিবাহিত ছিলেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।