সুরেশচন্দ্র দাশগুপ্ত

Barisalpedia থেকে

ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য ও সমাজবাদী স্বাদেশিক সুরেশচন্দ্র দাশগুপ্তের (১৯০২-৯.১২.১৯৯৩) জন্মস্থান বানারীপাড়ার চাখার ইউনিয়নের খলিসাকোটা গ্রাম। পিতা কুঞ্জবিহারী। সুরেশচন্দ্র স্কুলের ছাত্রাবস্থাতেই বিপ্লবী যুগান্তর দলের সঙ্গে যুক্ত হন। বৃত্তি-সহ ম্যাট্রিক (১৯১৮) ও আই.এসসি. (১৯২০) পাশ করেন। ইঞ্জিনিয়ারিং পড়ার সময় জেলে যান। সেখান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় প্রথম দশ জনের মধ্যে স্থান অধিকার করে উত্তীর্ণ হন। । যুদ্ধের সময় যশোহর মিলিটারি ডিপো ও এরোড্রোম নির্মাণ কাজের সঙ্গে যুক্ত থাকেন। ১৯৫৩ থেকে ১৯৫৭ খ্রিস্টাব্দ পর্যন্ত শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক ছিলেন। শেষবয়সে শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী, বিবেকানন্দের ভক্ত হন।



তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান