সুরেশচন্দ্র চক্রবর্তী

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৬:১৩, ১৫ এপ্রিল ২০১৯ পর্যন্ত সংস্করণে ("সুরেশচন্দ্র চক্রবর্তী কাশী-প্রবাসী খ্যাতনামা সাংবাদিক..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

সুরেশচন্দ্র চক্রবর্তী কাশী-প্রবাসী খ্যাতনামা সাংবাদিক ও সাহিত্যসেবী। বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠি গ্রামে তাঁর জন্ম ১৪ জুলাই ১৯০০ সালে। মৃত্যু ১৪ মে ১৯৭৩।

সুরেশচন্দ্র চক্রবর্তী অতি অল্প বয়স থেকেই পত্রিকা সম্পাদনায় আত্মনিয়োগ করেন। ১৩৩০ বঙ্গাব্দে তিনি কাশীতে ‘অলকা’ মাসিকপত্র প্রতিষ্ঠা করেন। তবে তাঁর প্রসিদ্ধি ‘উত্তরা’ পত্রিকার জন্যই। ১৩৩২ বঙ্গাব্দে প্রকাশিত এই পত্রিকার সম্পাদকদ্বয় অতুলপ্রসাদ সেন ও রাধাকমল মুখার্জির সহযোগী হিসাবে কাজ আরম্ভ করলেও প্রকৃতপক্ষে তিনিই ছিলেন তাঁর সর্বাধিনায়ক। তাঁরই প্রচেষ্টায় পত্রিকাটি ‘কল্লোল’ ও ‘কালি ও কলম’-এর সমগোত্রীয় হয়ে উঠেছিল। লক্ষেèৗতে প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনের অধিবেশনের মুখপত্র হিসাবে ‘উত্তরা’ প্রথম প্রকাশিত হয় আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দে। পরে পত্রিকাটি তাঁর সম্পাদনায় বারাণসী থেকে প্রকাশিত হতে থাকে। সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে ‘উত্তরা’ দীর্ঘকাল উত্তর ভারত ও বাংলার মধ্যে সেতুবন্ধন রচনা করেছে। দীর্ঘ ৪০ বছর তিনি প্রায় সর্বস্বান্ত হয়ে এই পত্রিকাটিকে বাঁচিয়ে রেখেছিলেন। তাঁর এই পত্রিকায় অতি-আধুনিক লেখকদেরও স্থান ছিল। নিদারুন সাংসারিক সংকট সত্ত্বেও কলকাতা থেকে আগত প্রাচীন, তরুণ বা আধুািনক সব রকম সাহিত্যিক তাঁর ভেলুপুরার বাড়িতে সাদরে আমন্ত্রিত হতেন। নিজে বেশি কিছু না লিখলেও তিনি সাহিত্যের জহুরি ছিলেন। এইজন্য বাংলা সাহিত্যে তাঁর একটি ঐতিহাসিক ভূমিকা রচিত হয়েছে। ‘রহমান খাঁর দুর্গোৎসব’, ‘মানসী’, ‘মধুপ’ প্রভৃতি তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ। ‘অতুলপ্রসাদ সেন’ নামে গ্রন্থটি তাঁরই সম্পাদনায় প্রকাশিত হয়। কাশীতে মৃত্যু।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান