সুবাসসিঞ্চন রায়

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:২১, ১৯ এপ্রিল ২০১৯ পর্যন্ত সংস্করণে ("বিশিষ্ট ইতিহাসবিদ ও অধ্যাপক সুবাসসিঞ্চন রায়ের (২৮.৭.১৯১..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

বিশিষ্ট ইতিহাসবিদ ও অধ্যাপক সুবাসসিঞ্চন রায়ের (২৮.৭.১৯১৯-১৭.৪.১৯৯৯) নিবাস বরিশাল। পিতা ইঞ্জিনিয়ার বামাচরণ।

১৯৩৯ খ্রিস্টাব্দে বরিশালের বি.এম. কলেজ থেকে ¯œাতক ও ১৯৫৬ খ্রিস্টাব্দে প্রাইভেটে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে ইতিহাসে এম.এ.। ছাত্রজীবন থেকেই বামপন্থী আন্দোলনে অংশ নেন। ১৯৩৯ খ্রিস্টাব্দে তিনি কমিউনিস্ট পার্টির সদস্যপদ পান। সেইসময় তিনি অল ইন্ডিয়া স্টুডেন্টস্ ফেডারেশন (এ.আই.এস.এফ.)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহক কমিটির সদস্যও ছিলেন। ১৯৪২ খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টির সর্বক্ষণের কর্মী হিসেবে দায়িত্ব দেন। ১৯৫০-৫১ খ্রিস্টাব্দে কমিউনিস্ট আন্দোলনে অংশগ্রহণের জন্য তাঁকে জেলে যেতে হয়। ‘জনযুদ্ধ’ ও ‘স্বাধীনতা’ পত্রিকায় বৈদেশিক রাজনৈতিক আন্দোলন বিষয়টি তিনি লিখতেন। বিশিষ্ট কমিউনিস্ট নেতা মহম্মদ ইসমাইলের তিনি ছিলেন ব্যক্তিগত সেক্রেটারি। ১৯৫৭-১৯৮৫ খ্রিস্টাব্দে কলকাতা সুরেন্দ্রনাথ কলেজে অধ্যাপনা করেছেন। ১৯৭৮ খ্রিস্টাব্দে অধ্যাপক সুশোভন সরকারের আহ্বানে ‘পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ’ স্থাপনার শুরু থেকেই তিনি তার কার্যকরী সমিতির সদস্য ছিলেন। ইতিহাসের নানা বিষয় তিনি বিশিষ্ট দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করেছেন। কমিউনিস্ট পার্টিতে তিনি ‘মাস্টারমশাই’ নামে পরিচিতি লাভ করেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান