সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১১:৪৫, ১৯ এপ্রিল ২০১৯ পর্যন্ত সংস্করণে ("কাজী নজরুল ইসলামের ছাত্র ও ঘনিষ্ঠ সঙ্গী এবং নজরুল-গীতির ব..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

কাজী নজরুল ইসলামের ছাত্র ও ঘনিষ্ঠ সঙ্গী এবং নজরুল-গীতির বিশিষ্ট শিল্পী সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের (১৯১২-৮.৭.১৯৯৯) মূল সিবাস উজিরপুর, বরিশাল। পিতা গজেন্দ্রনাথ; মাতা সুশীলাসুন্দরী।

পিতার কাছে তাঁর প্রথম সংগীত শিক্ষা। পরে প্রখ্যাত বহু ওস্তাদের কাছে তালিম নিয়েছিলেন। কৈশোরেই স্বাধীনতা সংগ্রামীদের জন্য গান গেয়ে তাঁদের উদ্বুদ্ধ করতেন। এই কারণে তিনি কারুরুদ্ধও হয়েছেন। কাজী নজরুল ইসলামের ছাত্র ও ঘনিষ্ঠ সঙ্গী তিনি নজরুল-গীতির শিল্পী হিসেবে খ্যাত ও পরিচিত। টপ্পা, গজল, ভজন, কীর্তন গানেরও দক্ষ শিল্পী ও শিক্ষক ছিলেন। নজরুলের তত্ত্বাবধানে তাঁর প্রথম রেকর্ড নজরুল গীতি ‘তোমার বীণার মূর্ছনাতে’ ১৯৩১ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। রবীন চট্টোপাধ্যায়ের সুরে হীরেন বসুর লেখা গান ‘বৃন্দাবন পথযাত্রী’ তাঁকে জনপ্রিয়তা দেয়। ১৯৩২ খ্রিস্টাব্দে থেকে তিনি আকাশবাণী কলকাতা কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন। ‘রিক্তা’-সহ বেশ কিছু ছবির সুরকার ও নেপথ্য গায়ক ছিলেন। একসময় নজরুলের সহকারী হিসেবেও কাজ করেছেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডক্টরেট উপাধিতে ভূষিত করে। সংগীত শিল্পী সত্যেশ্বর মুখোপধ্যায় তাঁর অনুজ।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান