শিশিরকুমার বসু

Barisalpedia থেকে

শিশিরকুমার বসু ছিলেন শিশির পাবলিশিং হাউসের পরিচালক ও বিশিষ্ট সম্পাদক। তাঁর মূল বাড়ি পিরোজপুরের রায়েরকাঠিতে। তাঁর জন্ম ২৪ সেপ্টেম্বর ১৮৯৬ সালে। তাঁর পিতা অশ্বিনীকুমার এবং মাতা চারুবালা। মৃত্যু ২৭ জুন ১৯৭০।

তাঁর জন্ম অবশ্য কলকাতায়। কলকাতার মেট্রোপলিটন কলেজে (বিদ্যাসাগর কলেজ) শিক্ষা। তিনি ১৯২৮ খৃস্টাব্দে ‘ভগ্নদূত’ প্রেস স্থাপন করেন। তার আগে ১৯২৬ খৃস্টাব্দে শিশির মিত্রের সঙ্গে সহযোগিতায় ‘মিত্র থিয়েটার’ পত্তন করেছিলেন। সাপ্তাহিক ‘শিশির’ এবং সাপ্তাহিক ও দৈনিক ‘ভগ্নদূত’ পত্রিকার সম্পাদক ছিলেন। পত্রিকা দু-টি কার্টুন ও হালকা রসিকতার জন্য জনপ্রিয় ছিল। অন্যূন ৩২ বৎসর ‘ভগ্নদূত’ সম্পাদনা করেন। তাঁর সম্পাদিত গ্রন্থ ‘গান্ধী হত্যা কাহিনী’।



তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান