শাহ করিম বকস

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৯:১২, ৪ নভেম্বর ২০১৭ পর্যন্ত সংস্করণে ("শাহ করিম বকস বরিশাল শহরের ফকিরবাড়ি মসজিদ সংলগ্ন ফকিরবা..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

শাহ করিম বকস বরিশাল শহরের ফকিরবাড়ি মসজিদ সংলগ্ন ফকিরবাড়ির আদি পুরুষ। তিনি বাগদাদ হতে ১৮ শতকে বরিশালে আগমন করেন এবং শহরের মধ্যস্থলে ধর্ম সাধনা শুরু করেন। তার পিতা শাহ কুতুব উদ্দীন বাগদাদী। রহমতপুরের জমিদার চন্দ্রকান্ত চক্রবর্তী ১৮০৩ খৃৃস্টাব্দে শাহ করিম বকসকে ৮.৫৭ একর নিষ্কর সম্পত্তি প্রদান করেন। দলিলে লেখা আছে “পুরুষানুক্রমে দরগায় তৈল বাতি দিয়া পুত্র পৌত্রাদিসহ ভোগ দখল করিতে থাক ও দোয়া করিও বহুত।” ১৮১৭ খৃৃস্টাব্দে তিনি ফকিরবাড়ীর মসজিদ নির্মাণ করেন। শাহ করিম বক্স ‘ফকির’ নামে পরিচিত ছিলেন এবং তার নামানুসারে ফকিরবারড়ী নাম হয়েছে। মসজিদের দক্ষিণ পাশে তাঁর সমাধি আছে। তাঁর পুত্র আব্দুর রহমান, আব্দুল ওয়াহেদ ও আব্দুর রহিম। আব্দুর রহমানের পুত্র শাহ আব্দুল্লা। তার পুত্র শাহ আব্দুল নূর ও আব্দুল কুদ্দুস।



তথ্যসূত্র: সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ২০১০।