শরৎকুমার রায়

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ২২:১৬, ১৫ জুলাই ২০১৬ পর্যন্ত সংস্করণে ("লেখক ও সাংবাদিক। জন্ম ১৮৭৮। মৃত্যু ২ জুন ১৯৩৫। জন্মস্থান..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

লেখক ও সাংবাদিক। জন্ম ১৮৭৮। মৃত্যু ২ জুন ১৯৩৫। জন্মস্থান বর্তমান ঝালকাঠি থানার কীর্তিপাশা ইউনিয়নের অধীন তারপাশা গ্রাম। পিতা হরকুমার রায়। এম.এ. পাশ করে শান্তিনিকেতনে কিছুকাল শিক্ষকতা করেন। ‘হিতবাদী’, ‘সন্ধ্যা’, ‘নবশক্তি’ প্রভৃতি পত্রিকার সহ-সম্পাদক ছিলেন। রচিত গ্রন্থের সংখ্যা ৯টি। উলে¬খযোগ্য গ্রন্থ: ‘বৌদ্ধ ভারত’, ‘বঙ্গগৌরব স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়’, ‘বুদ্ধের জীবন ও বাণী’, ‘শিবাজী ও মারাঠাজাতি’, ‘শিখগুরু ও শিখজাতি’, ‘মহাত্মা অশ্বিনীকুমার’ প্রভৃতি।


তথ্যসূত্র: বাঙালি চরিতাভিধান (প্রথম খন্ড)। কোলকাতা: সাহিত্য সংসদ। ২০১৩।