শংকর মঠ, বরিশাল

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:০৩, ২৩ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

এটি বরিশাল শহরের পশ্চিমপ্রান্তে নতুন বাজার এলাকায় অবস্থিত। স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী নামে পরিচিত বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের বিখ্যাত নেতা সতীশ চন্দ্র মুখোপাধ্যায় কাশীতে সন্ন্যাস গ্রহণ করার পর দেশে ফিরে শহরের নতুন বাজার এলাকার পশ্চিমদিকে এই আশ্রম প্রতিষ্ঠা করে শ্রীশ্রী শংকর মঠ নামকরণ করেন। প্রতিষ্ঠালাভের পর নিয়মিত পূজা-অর্চনার সাথে সাথে বন্দে মাতরম মন্ত্রে দীক্ষিত স্বামী প্রজ্ঞানানন্দ এবং তার অনুরাগীবৃন্দ এই আশ্রমের আশ্রয়ে ব্রিটিশ বিরোধী কর্মকান্ডে বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন। উনিশশ একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার প্রাক্কালেও শংকর মঠ স্বাধীনতাকামী বিপ্লবীদের আশ্রয়স্থানের গৌরব আর্জন করে।

Image 43.jpg


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।