রায়েরকাঠির রায় বংশ, পিরোজপুর

Barisalpedia থেকে

বাকলা চন্দ্রদ্বীপের বিশিষ্ট পরিবারগুলোর মধ্যে দনুজমর্দন প্রতিষ্ঠিত চন্দ্রদ্বীপ-রাজবংশ সর্বশ্রেষ্ঠ ছিল। চন্দ্রদ্বীপ রাজবংশের পরেই পিরোজপুর মহকুমার রায়েরকাঠির রায় বংশের স্থান। তারা হুগলী জেলার দিগঙ্গার কিংকর ভূঁইয়ার বংশধর এবং দক্ষিল রাঢ়ীয় কায়স্থ। কিংকর ভূঁইয়ার পুত্র মদনমোহন স¤্রাট জাহাঙ্গীরের নিকট হতে সেলিমাবাদে পরগণা লাভ করেন। মদনমোহন ১৬১৮ খ্রিস্টাব্দে ছবি খাঁর সাথে সেলিমাবাদে আগমন করেন। তার পুত্র শ্রীনাথ রায় নবাবের নিকট হতে রাজা উপাধি লাভ করেন। তার পুত্র শ্রীরাম মগ-পর্তুগীজদের বিরুদ্ধে যুদ্ধ করে খ্যাতি অর্জন করেন। শ্রীরামের পুত্র রাজা রুদ্রনারায়ণ সপরিবারে রায়েরকাঠিতে বসবাস শুরু করেন। তার মৃত্যুর পর জ্যেষ্ঠ পুত্র নরোত্তম নারায়ণ রাজা হন। তার পুত্র শত্রাজিতের সময় তাদের জমিদারী বিশেষ উন্নতি হয়। তার পুত্র জয়নারায়ণের সাথে আগাবাকেরে যুদ্ধ হয়েছিল। জয়নারায়ণের ছিল দুই পুত্র শিবনারায়ণ রায় ও দুর্লভ নারায়ণ রায়। শিবনারায়ণের পুত্র প্রাণ নারায়ণ। তার পুত্র মহেন্দ্র নারায়ণ। তার তিন পুত্র রাজেন্দ্র নারায়ণ, মাধব নারায়ণ ও নর নারায়ণ। মাধব নারায়ণের চার পুত্র গিরীন্দ্র, নগেন্দ্র, যতীন্দ্র, জীবন্দ্রে ও সুরেন্দ্র। আর নর নারায়ণের দুই পুত্র ভূপেন্দ্র ও দ্বিজেন্দ্র। জয়নারায়ণের দ্বিতীয় পুত্র দুর্লভ নারায়ণ রায়ের পুত্র ছিল ব্রজনারায়ণ। তার পুত্র গোকুল নারায়ণ। তার পুত্র অদ্বৈত নারায়ণ। তার পুত্র জিতেন্দ্র নারায়ণ। তার পুত্র নরেন্দ্র নারায়ণ।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।