রামচন্দ্র দাশগুপ্ত

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ২০:৫০, ১৪ জুলাই ২০১৬ পর্যন্ত সংস্করণে ("গীতিকার ও লেখক। জন্ম ১২৮৫ বঙ্গাব্দ ও মৃত্যু ১৩২৬ বঙ্গাব্..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

গীতিকার ও লেখক। জন্ম ১২৮৫ বঙ্গাব্দ ও মৃত্যু ১৩২৬ বঙ্গাব্দ। জন্মস্থান মাহিলারা, গৌরনদী, বরিশাল। পিতা গোবিন্দচন্দ্র দাশগুপ্ত। ব্রজমোহন স্কুলের ছাত্র ছিলেন। বিএম কলেজে এফ. এ. পর্যন্ত শিক্ষালাভ করে বি.এম. স্কুলে শিক্ষকতা করেন। তিনি স্বদেশি আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন ও বহু স্বদেশি গান রচনা করেন। মহাত্মা অশ্বিনীকুমারের বিশেষ অনুরাগী ও অসাধারণ বক্তা ছিলেন। তাঁর রচিত পুস্তক: ‘জাগরণ’, ‘দীক্ষা’, ও ‘দৈববাণী’।


তথ্যসূত্র: বাঙালি চরিতাভিধান (প্রথম খন্ড)। কোলকাতা: সাহিত্য সংসদ। ২০১৩।