রামকৃষ্ণ অধিকারী, অধ্যাপক

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১১:৫৫, ২৪ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে (" অধ্যাপক রামকৃষ্ণ অধিকারী বাবুগঞ্জ থানার সিংহেরকাঠি গ্র..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)
অধ্যাপক রামকৃষ্ণ অধিকারী বাবুগঞ্জ থানার সিংহেরকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিএম কলেজ হতে আইএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন। ১৯৭১ সালে তিনি কারমাইকেল সরকারি কলেজের অধ্যাপক ছিলেন। পাকসেনার ২৫ মার্চের পর তাকে কলেজ হোস্টেল থেকে নিয়ে হত্যা করা হয়।

তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।