রাফটন (Roughton)

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১২:২১, ২ নভেম্বর ২০১৭ পর্যন্ত সংস্করণে ("মি. রাফটন বাকেরগঞ্জের প্রথম জজ। পলাশী যুদ্ধের পর বাকেরগ..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

মি. রাফটন বাকেরগঞ্জের প্রথম জজ।

পলাশী যুদ্ধের পর বাকেরগঞ্জের স্বাধীনচেতা জনগণ ইংরেজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। কয়েকজন ইংরেজ বিদ্রোহীদের হাতে প্রাণ হারায়। বিদ্রোহীদের দমন করার জন্য ইষ্ট ইন্ডিয়া কোম্পানি বাকেরগঞ্জকে নিয়ে একটি স্বতন্ত্র জেলা গঠন করার সিদ্ধান্ত নেয়। কোম্পানি ১৭৮১ খৃৃস্টাব্দে বাকেরগঞ্জে একটি সিভিল কোর্ট প্রতিষ্ঠা করে। ১৭৮১ খৃৃস্টাব্দে মি. রাফটনকে (Roughton) বাকেরগঞ্জ সিভিল কোর্টের প্রথম জজ হিসেবে নিয়োগ দেয়া হয়। বারৈকরণে ছিল তার দপ্তর । ১৭৮২ খৃৃস্টাব্দে হল্যান্ডের সাথে রফটনের ঝগড়া হয়। গভর্নর জেনারেল হেষ্টিংস এ ঘটনার জন্য রাফটনের বিচারের নির্দেশ দেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।