রাধিকারঞ্জন বন্দ্যোপাধ্যায়

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৫:০৭, ১৯ এপ্রিল ২০১৯ পর্যন্ত সংস্করণে ("স্বাধীনতা সংগ্রামী ও পশ্চিমবঙ্গ রাজ্যসরকারের দুই মেয়া..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

স্বাধীনতা সংগ্রামী ও পশ্চিমবঙ্গ রাজ্যসরকারের দুই মেয়াদে মন্ত্রী রাধিকারঞ্জন বন্দ্যোপাধ্যায়ের (১৯১৬- ১৩.১.১৯৯৯) আদি নিবাস ঝালকাঠি উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের তারপাশা গ্রামে। পিতা শীতলাচন্দ্র; মাতা বিমলাদেবী।

রাধিকারঞ্জন ছাত্রজীবন থেকেই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত হন। মানবেন্দ্র রায়ের তৎকালীন ডেমোক্র্যাটিক পার্টির সদস্য হিসেবে স্বাধীনতা সংগ্রাম শুরু করেন। পরে অবিভক্ত বাংলার কৃষক আন্দোলনে যোগ দেন এবং কৃষক আন্দোলনের মধ্য দিয়ে ১৯৪১ খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। দেশ স্বাধীন হবার আগেই কলকাতায় চলে আসেন। আই.এ. পাশ ছিলেন, খুব ভালো ছবি আঁকতে পারতেন। কলকাতায় এসে ওয়েলিংটন স্ট্রিটে একটি স্টুডিয়োতে ছবি আাঁকার কাজ নেন। সেটি ছিল কমিউনিস্টদের একটি যোগাযোগস্থল। ১৯৫০ খ্রিস্টাব্দে চব্বিশ পরগনার বেলঘরিয়াতে চলে গিয়ে উদ্বাস্তু আন্দোলনে যোগ দেন। এই সময় তাঁকে আত্মগোপনে থাকতে হয়। ১৯৫৬ খ্রিস্টাব্দে বাটায় অবিভক্ত চব্বিশ পরগনা জেলার সম্মেলন থেকে জেলা কমিটির সদস্য নির্বাচিত হন। ১৯৬৪ খ্রিস্টাব্দ থেকে ১৯৮৭ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সি.পি.আই. (এম.)- এর রাজ্য কমিটির সদস্য ছিলেন। আন্দোলনের সঙ্গে যুক্ত থাকায় কয়েকবারই তিনি কারাদন্ড ভোগ করেন। ১৯৬৭ খ্রিস্টাব্দ থেকে ১৯৭৭ খ্রিস্টাব্দ কামারহাটি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন। ১৯৭৭ খ্রিস্টাব্দে রাজ্যের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এবং ১৯৮২ খ্রিস্টাব্দে নির্বাচনে জয়লাভ করে রাজ্যের খাদ্যমন্ত্রীর দায়িত্বভার পালন করেন।



তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান (২য় খন্ড)।