রাধাকান্ত নন্দী

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ২০:৪৮, ১৪ জুলাই ২০১৬ পর্যন্ত সংস্করণে ("তবলা, পাখোয়াজ ও নানা যন্ত্র বাদনে পারদর্শী। জন্ম ১৯২৮। ম..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

তবলা, পাখোয়াজ ও নানা যন্ত্র বাদনে পারদর্শী। জন্ম ১৯২৮। মৃত্যু ৩০ নভেম্বর ১৯৮৪। জন্মস্থান বরিশাল। পিতা রোহিণীকান্ত ছিলেন তাঁর সময়ের নামি তবলিয়া ও লয়দার শিল্পী। পিতামহ কালীচরণ ছিলেন কীর্তনিয়া। প্রখ্যাত সংগতিয়া রাধাকান্তের হাতেখড়ি পিতার কাছে। ছ-বছর বয়সে খোল বাজিয়ে পুরস্কার লাভ করেন। কলকাতায় এসে অনোখিলাল মিশ্র ও জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে তালিম নেন। তবলা, পাখোয়াজ ও নানা যন্ত্র বাদনে পারদর্শী ছিলেন। সিনেমার গানে, জলসার আসরে, রেকর্ডের গানে বহু বিশিষ্ট গায়কের সঙ্গে সংগত করে খ্যাতি অর্জন করেছিলেন। একক বাদনেও তাঁর যথেষ্ট নৈপুণ্য ছিল। গানের গলাও বেশ ভাল ছিল। অনামা শিল্পীদের সঙ্গে সংগত করে তাদের উদ্বুদ্ধ করার তাঁর বিশেষ ক্ষমতা ছিল।


তথ্যসূত্র: বাঙালি চরিতাভিধান (প্রথম খন্ড)। কোলকাতা: সাহিত্য সংসদ। ২০১৩।