মুহম্মদ নফিজর রহমান

Barisalpedia থেকে

মুহম্মদ নফিজর রহমানের পৈতৃক নিবাস কেউন্দিয়া, কাউখালী। তাঁর গ্রন্থ: দ্বিতীয় কারবালা । গ্রন্থটি নলছিটির কুলকাঠিতে ১৯২৭ খ্রী. মার্চ মাসে হিন্দু উৎসব উপলক্ষ্যে মুসমানদের উপর পুলিশ গুলিবর্ষণের ঘটনাকে কেন্দ্র করে লিখিত। প্রকাশক: গ্রন্থকার, কেউন্দিয়া, কাউখালী, বরিশাল। প্রথম সংস্করণ: ২৮ শে আষাঢ়, ১৩৩৪ সাল, পৃ. ২৪। মূল্য দুই আনা। তথ্যনির্দেশ: বেঙ্গল লাইব্রেরী ক্যাটালগ, ১৯২৭ খ্রী. ৩য় ত্রৈমাসিক খতিয়ান। [বামুগ্রপ]


তথ্যসূত্র: বাকেরগঞ্জ জেলার ইতিহাস (সাইফ উদ্দিন সম্পাদিত)