মুলাদী উপজেলা

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৫:০০, ১ মে ২০১৯ পর্যন্ত সংস্করণে ("১৮৯৯ সালে থানাটি গঠিত হয়। ১৯১৫ খৃস্টাব্দের প্রতিবেদনে..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

১৮৯৯ সালে থানাটি গঠিত হয়। ১৯১৫ খৃস্টাব্দের প্রতিবেদনে দেখা যায় বরিশাল সদর উত্তর মহকুমার ৬টি থানার একটি হলো মুলাদী। ২৪/৩/১৯৮৩ তারিখে থানাটি উপজেলায় উন্নীত হয়। এই উপজেলার বিখ্যাত ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনার একটি সংক্ষিপ্ত তালিকা নি¤œরূপ। উল্লেখ্য, নি¤œলিখিত প্রত্যেক ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনা নিয়ে অত্র বরিশালপিডিয়ায় একটি করে স্বতন্ত্র নিবন্ধ রয়েছে।

বাটামারা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. কুতুব উদ্দিন (৯ মে ১৯৫১ - ২০১৩), মুক্তিযুদ্ধে থানা কমান্ডার, ৭ অক্টোবর মুলাদী থানা মুক্তকরনের কমান্ডার; গ্রাম আলিমাবাদ।


মুলাদী ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. আলতাফ মাহমুদ (১৯৩৩- ১৯৭১), সঙ্গীত শিল্পী, সাংস্কৃতিক সংগঠক ও শহীদ মুক্তিযোদ্ধা; পাতারচর গ্রাম।


সফিপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. করুণা বেগম (১৯৫৩ - ২০০৯ সালের ২২ জানুয়ারি), নবম সেক্টরের একজন সাহসী মহিলা মুক্তিযোদ্ধা; গ্রাম: সাগরপারের চর।


মুলাদী উপজেলার শহীদ মুক্তযোদ্ধাগণ

১. শিল্পী আলতাফ মাহমুদ, পিতা নাজেম মিয়া, পাতার চর; ঢাকায় শহীদ। ২. শাহজাহান, কাজিরচর; ১৭ সেপ্টেম্বর নন্দীরবাজারে নিহত। ৩. আমির হোসেন, কাজিরচর; ১৭ সেপ্টেম্বর নন্দীরবাজারে নিহত। ৪. হাবিব- কাজিরচর, ১৭ সেপ্টেম্বর নন্দীরবাজারে নিহত। ৫. আবদুল শুকুর সরদার চর লক্ষ্মীপুর, খুলনা রেডিও অফিস আক্রমণে শহীদ। ৬. ইপিআর হাবিলদার হাফিজউদ্দিন সিকদার, চরলক্ষ্মীপুর যুদ্ধে শহীদ। ৭. আবুদল জলিল সরদার, বালিয়াতলী; পাতারহাট যুদ্ধে শহীদ। ৮. আবদুল জলিল সরদার, বালিয়াতলী; পাতারহাট যুদ্ধে শহীদ। ৯. জলিল ভুঁইয়া, আলিমাবাদ। ১০. দেলওয়ার হোসেন, খালাসীরচর। ১১. রশীদ হাওলাদার, গুদিঘাটা। ১২. আলমগীর সরদার, পাতারচর। ১৩. জয়নাল আবেদীন মুন্সী, কাজিরচর। ১৪. কবিরউদ্দিন, গুদিঘাটা। ১৫. লালু, কাজিরচর। ১৬. চুন্নু, কাজিরচর। ১৭. মতি মাস্টার।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।