মানিক সেন

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৫:৩৫, ১৩ জুলাই ২০১৬ পর্যন্ত সংস্করণে ("কমিউনিস্ট পার্টির কলকাতা জেলা পরিষদের সস্পাদকমণ্ডলীর স..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

কমিউনিস্ট পার্টির কলকাতা জেলা পরিষদের সস্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন। জন্ম সেপ্টেম্বর ১৯২০। মৃত্যু ১৯ সেপ্টেম্বর ১৯৭৯। জন্মস্থান পিরোজপুর, বরিশাল। পিতা বিনোদবিহারী সেন গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত ছিলেন।

কলকাতায় এসে কৈশোরেই মানিক সেন রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। ম্যাট্রিক পাশ করার পর ১৯৩৮-৩৯ খৃস্টাব্দে কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন এবং ১৯৪২ খৃস্টাব্দে পার্টির সভ্য হন। সেই সময় তিনি মায়া ইঞ্জিনিয়ারিং, অ্যালেন বেরি, জয়া ইঞ্জিনিয়ারিং, এম.সি মৌজি প্রভৃতি কারখানায় শ্রমিক সংগঠনের কাজে অগ্রণী ভূমিকা নেন। ১৯৬৪ খৃস্টাব্দে থেকে পার্টির কলকাতা জেলা পরিষদের সস্পাদকমণ্ডলীর সদস্য হন।


তথ্যসূত্র: বাঙালি চরিতাভিধান (প্রথম খন্ড)। কোলকাতা: সাহিত্য সংসদ। ২০১৩।