মনোজ কাহালী

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০০:১৬, ১৩ জুলাই ২০১৬ পর্যন্ত সংস্করণে ("বিপ্লবী যুগান্তর দলের সশস্ত্র কর্মী। জন্ম ১৯০৫। মৃত্যু..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

বিপ্লবী যুগান্তর দলের সশস্ত্র কর্মী। জন্ম ১৯০৫। মৃত্যু ২২ ফেব্রুয়ারি ১৯৭১। জন্মস্থান ভোলা। পিতা যোগেন্দ্রকুমার কাহালী। ১৯২১ খৃস্টাব্দে মনোজ কাহালী অসহযোগ আন্দোলনে যোগদান করেন। ১৯২৪ খৃস্টাব্দে ঢাকা ন্যাশনাল কলেজ থেকে বি.এ. পাশ করেন। ১৯৩০ খৃস্টাব্দে মেছুয়াবাজার বোমার মামলায় ধৃত হন। ১৯৩৮ খৃস্টাব্দে মুক্তি পান। ১৯৪২ খৃস্টাব্দে ‘ভারত ছাড়ো’ আন্দোলনে পুনরায় গ্রেপ্তার হয়ে কারারুদ্ধ হন। ১৯৪৬ খৃস্টাব্দে কারামুক্তির পর গঠনমূলক কাজে আত্মনিয়োগ করেন।


তথ্যসূত্র: বাঙালি চরিতাভিধান (প্রথম খন্ড)। কোলকাতা: সাহিত্য সংসদ। ২০১৩।