বোরহানউদ্দিন থানা সংগ্রাম পরিষদ

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৯:৩৮, ২২ মার্চ ২০২০ পর্যন্ত সংস্করণে ("১৯৭১সালের ৯ মার্চ বোরহানউদ্দিন থানা সংগ্রাম পরিষদ গঠন ক..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

১৯৭১সালের ৯ মার্চ বোরহানউদ্দিন থানা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। রেজা-ই করিম চৌধুরী এমপিএ সভাপতি বরিশউদ্দন মিয়া সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক ডা. সৈয়দ আহমদ কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন ভুঁইয়া প্রচার সম্পাদক ফখরুল আলম চৌধুরী সদস্য সিরাজুল ইসলাম চান্দু মাস্টার সদস্য

থানা সংগ্রাম কমিটির পাশাপাশি সর্বদলীয় ছাত্রসংগ্রাম কমিটি গঠিত হয়। ছাত্রনেতাদের মধ্যে ছিলেন: মোঃ জুলফিকার আলী, তজিমউদ্দিন, নূরনবী, মোসলেম হাওলাদার, জাহাঙ্গীর, মাহবুব, শহীদ, রব ও আবু।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খÐ)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।