বেতাগী উপজেলা

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ২২:১৫, ২৭ এপ্রিল ২০১৯ পর্যন্ত সংস্করণে ("জে সি জ্যাকের গেজেটিয়ার অনুযায়ী ১৯১৫ সালে পটুয়াখালী..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

জে সি জ্যাকের গেজেটিয়ার অনুযায়ী ১৯১৫ সালে পটুয়াখালী মহকুমার যে ৭টি থানার নাম পাওয়া যায় তার একটি বেতাগী। আবার বাংলাপিডিয়ামতে বেতাগী থানা গঠিত হয়েছে ১৯২০ সালে। থানাটি উপজেলায় উন্নীত হয় ১৯৮৩ সালে। এই উপজেলার বিখ্যাত ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনার একটি সংক্ষিপ্ত তালিকা নি¤œরূপ। উল্লেখ্য, নি¤œলিখিত প্রত্যেক ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনা নিয়ে অত্র বরিশালপিডিয়ায় একটি করে স্বতন্ত্র নিবন্ধ রয়েছে।

বেতাগী উপজেলার পুরাকীর্তি

১. বিবিচিনি মসজিদ। ২. কাউনিয়া জমিদার বাড়ি

বেতাগী উপজেলার সামন্ত পরিবার

১. কাউনিয়ার খান পরিবার

বেতাগী উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ

১. মোস্তাফিজুল করিম, ছাত্র, শরিষামুরী। ২. আবদুল কাদের, রামপুর। ৩. সনৎ কুমার, ভোরা। ৪. মোবারক হোসেন, গাবতলী। ৫. আফাজউদ্দীন, শরিষামুরি। ৬. হাসেম আলী, শরিষামুরি। ৭. এনছে আলী, দেশান্তরকাঠি। ৮. শ্রী জ্ঞান খেম্পা, দেশান্তরকাঠি। ৯. আমির আলী মল্লিক, কালিয়াবাড়ী। ১০. কার্তিক চন্দ্র সরকার, চান্দখালী। ১১. রহিম খাঁ, কাটাখালী। ১২. হাজী ইসলামউদ্দীন, হোসনাবাদ। ১৩. আবদুল খালেক, কেওড়াবুনিয়া। ১৪. মাহবুবুর রহমান খাঁ, কাউনিয়া।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস। ২। বাংলাপিডিয়া।