বিপিনবিহারী সেন

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৮:৫৪, ১২ জুলাই ২০১৬ পর্যন্ত সংস্করণে ("বিশিষ্ট চিকিৎসক ও প্রবীণ কংগ্রেসনেতা। তিনবার ময়মনসিংহ..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

বিশিষ্ট চিকিৎসক ও প্রবীণ কংগ্রেসনেতা। তিনবার ময়মনসিংহ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। জন্ম ? মৃত্যু পৌষ ১৩৪৪বঙ্গাব্দ। জন্মস্থান বরিশাল, তবে ঠিক কোন গ্রামে তা নিরূপিত নেই।

১৯০১ খৃস্টাব্দে ময়মনসিংহ যান এবং অল্পকালের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন। ১৯০৫ খৃস্টাব্দে অসহযোগ আন্দোলন, স্বরাজ দলের আন্দোলনের পুরোভাগে এবং আইন অমান্য আন্দোলনে কিছুদিন বাংলার ডিরেক্টর ছিলেন। সেই সময় তাঁকে কিছুদিন কারাদণ্ড ভোগ করতে হয়। তিনি তিনবার ময়মনসিংহ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হন এবং ২৫ বছর কমিশনার ছিলেন। বহু দরিদ্র ছাত্রকে নিজের বাড়িতে রেখে পড়াতেন এবং দরিদ্র লোকদের বিনা পয়সায় চিকিৎসা করতেন। রবীন্দ্র-বিশারদ পুলিনবিহারী তাঁর পুত্র।


বাঙালি চরিতাভিধান (প্রথম খন্ড)। কোলকাতা সাহিত্য সংসদ। ২০১৩।