বিজয় গুপ্তের মনসা মন্দির, আগৈলঝাড়া

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:৩৮, ২৩ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

আগৈলঝাড়ার অদূরে আলাউদ্দীন হোসেন শাহ এবং কবি বিজয় গুপ্তের স্মৃতি বিজড়িত মনসা মন্দিরের অবস্থান। বিজয় গুপ্তের প্রাচীন সেই মন্দির পুনঃনির্মিত হওয়ার পর মন্দির সংলগ্ন বিশাল দীঘি ব্যতীত কোনো স্থাপত্য বা প্রাচীনত্বের নিদর্শন পাওয়া না। বর্তমানে সংস্কারকৃত মন্দির গাত্রের একদিকে কবি পরিচিতি এবং তৎকালীন সুলতান আলাউদ্দীন হোসেন শাহের আনুকুল্যের কথা এবং পিতলের তৈরি মনসা মূর্তি পরিদৃষ্ট। এছাড়াও কবির পিতা-মাতার নাম এবং বসতবাড়ির অবস্থান লিখিত রয়েছে । অন্যদিকে মনসামঙ্গল কাব্যের কয়েকটি পংক্তিও খোদাই করা আছে।

Bijoygupta.jpg


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।