বাসুদেব নারায়ণ বসু (রাজা)

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১০:০৪, ২৬ জুলাই ২০১৭ পর্যন্ত সংস্করণে ("রাজা বাসুদেব নারায়ণ বসু চন্দ্রদ্বীপের দ্বাদশ রাজা। তব..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

রাজা বাসুদেব নারায়ণ বসু চন্দ্রদ্বীপের দ্বাদশ রাজা। তবে তাকে একাদশ রাজা কীর্তিনারায়ণের সাথে একাদশ রাজা হিসেবেই তার নাম বলা হয় যেহেতু বলা হয় যে তিনি কীর্তিনারায়ণের আজ্ঞানুসারে রাজ্য চালাতেন। অর্থাৎ তিনি ছিলেন অনেকটা চন্দ্রদ্বীপের এক ছায়া রাজা। কত সালে তিনি রাজ্যভার গ্রহণ করেছিলেন তা অজ্ঞাত। তবে তিনি ১৬৮৮ সাল পর্যন্ত চন্দ্রদ্বীপের রাজা (মূলত জমিদার) ছিলেন। তিনি রামচন্দ্রের পুত্র বিমলার গর্ভে। তবে বৃন্দাবন পুততূ- বলেছেণ তিনি রামচন্দ্রের দ্বিতীয় স্ত্রীর গর্ভজাত সন্তান ছিলেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (প্রথম খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।