বাসণ্ডার মহলানবিস জমিদার পরিবার

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ২২:১০, ১২ জুন ২০১৮ পর্যন্ত সংস্করণে ("ঝালকাঠির বাসন্ডার মহলানবিস পরিবার সেলিমাবাদের একটি ছোট..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

ঝালকাঠির বাসন্ডার মহলানবিস পরিবার সেলিমাবাদের একটি ছোট জমিদারি পরিবার। এ পরিবারের বিখ্যাত ব্যক্তিদের মধ্যে রয়েছেন চন্দ্রনাথ সেন, চ-ীচরণ সেন ও কামিনী সেন যিনি পরবর্তীতে কবি কামিনী রায়।

এই পরিবার বরিশালের বৈদ্য জমিদারদের অন্যতম ছিলেন। কীর্তিপাশার জমিদার রাজারাম সেনের সাথে বাস-ার জয়দেব মহলানবিসের কন্যার বিয়ে হয়। এ সূত্রে কিশোর চন্দ্র শিবশংকর মহলানবিস কীর্তিপাশায় চাকরি করে ভূসম্পত্তি অর্জন করেন। মহলানবিসদের চারটি বাড়ি-উত্তরের বাড়ি, দক্ষিণের বাড়ি, পুরাতন ও নতুন বাড়ি। এ বংশের চন্দ্রনাথ সেন, কালী কুমার সেন, চন্দ্র মাধব সেন, বসন্ত কুমার সেন, জগবন্ধু, প্রতাপ চন্দ্র, পূর্ণ চন্দ্র, চণ্ডীচরণ সেন প্রমুখ বিখ্যাত ছিলেন। চন্দ্রনাথ সেন বরিশালে প্রথম মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করেন। দক্ষিণের বাড়ির চণ্ডীচরণ সেন ও তার কন্যা কামিনী সেন পরবর্তীতে স্বামীর পদবিতে কবি কামিনী রায়ে রূপান্তরিত। তিনি বাংলা সাহিত্যে বিশেষ অবদান রেখে বরিশালের গৌরব বৃদ্ধি করছেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (প্রথম খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।