বাবুগঞ্জ উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৭:০৬, ২৬ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("বাবুগঞ্জ উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণের একটি প্রায় সম্..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

বাবুগঞ্জ উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণের একটি প্রায় সম্পূর্ণ তালিকা এরূপ- ১. বীরশ্রষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, পিতা আবদুল মোতালেব হাওলাদের, গ্রাম রহিমগঞ্জ, সাবসেক্টর কমান্ডার নওয়াবগঞ্জ, রাজশাহী; ১৪ ডিসেম্বর সম্মুখ যুদ্ধে নওয়াবগঞ্জে শহীদ। ২. অধ্যাপক রামকৃষ্ণ অধিকারী, সিংহের কাটি রংপুর কারমাইকেল কলেজের অধ্যাপক; কলেজ হোস্টেল থেকে নিয়ে পাকসেনারা হত্যা করে। ৩. মুহাম্মদ সিরাজুল হক, ভুতেরদিয়া, যশোর জেলা হেলথ এডুকেশন অফিসার ছিলেন; ২৫ মার্চের পর পাকসেনারা তাকে যশোরে হত্যা করে। ৪. শাহজাহান, গ্রাম চর আলগী; বাকেরগঞ্জ থানা দখলের সময় যুদ্ধে শহীদ। ৫. পুলিশ সিপাহী হাসান রফিয়াদী, যশোর পুলিশ লাইনে নিহত। ৬. ইবিআর রাজ্জাক হাওলাদার, দেহেরগতি, কুমিল্লা সীমান্তে যুদ্ধে শহীদ। ৭. নায়েক মোসলেমউদ্দিন, বাহেরচর ক্ষুদ্রকাটি; যশোর সীমান্তে যুদ্ধে শহীদ। ৮. ইপিআর আবদুল, দেহেরগতি। ৯. নায়েক কাজী মকবুল হোসেন,পাংশা; কুমিল্লা সেনানিবাসে নিহত। ১০. ইপিআর আশ্রাব আলী মিয়া, রংপুর সেনানিবাসে নিহত। ১১. হাবিবুর রহমান, রামপট্টি। ১২. শশী কুমার শীল, রামপট্টি। ১৩. হাতেম আলী, রামপট্টি। ১৪. মুনসুর, মুশুরিয়া, চাচৈর যুদ্ধে শহীদ। ১৫. বিহারীলাল দাস, রহমতপুর। ১৬. সৈয়দ আবদুর রব, রাকুদিয়া। ১৭. মানিকলাল দত্ত, চাচৈরপাশা। ১৮. মাজেদ হাওলাদার, রাহুতকাটি। ১৯. নুরুল ইসলাম, পূর্ব রহমতপুর। ২০. সেলিম, ছাতিয়া। ২১. মৃণাল কুমার দাস, রহমতপুর। ২২. রাজ্জাক চৌধুরী, চন্ডিপুর। ২৩. মাজেদ ফকির, বকসির চর। ২৪. মজিদ চৌধুরী, বকসির চর। ২৫. মহম্মদ রাঢ়ি, দেহেরগতি । ২৬. শচীন্দ্র লাল পাল, দেহেরগতি। ২৭. মোসলেম বেপারী, ছাতিয়া। ২৮. হাবিলদার আবু হোসেন, মহিষাদি; ৩ ডিসেম্বর, দোয়ারিকা যুদ্ধে শহীদ। ২৯. রশিদ, রাকুদিয়া, দোয়ারিকা যুদ্ধে শহীদ। ৩০. রতন সিকদার, ক্ষুদ্রকাটি। ৩১. আবদুল করিম, লোহালিয়া। ৩২. আবদুল ওহাব হাওলাদার, চন্ডিপুর, ৪ আশ্বিন। ৩৩. আবদুল করিম কারিকার, কালিকাপুর। ৩৪. সেরাজউদ্দিন হাওলাদার, কালিকাপুর। ৩৫. মোবারকরাঢ়ি, কালিকাপুর। ৩৬. ফজলে আলী নলী, রাজাগুরু।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।