বানারীপাড়া উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৩:০১, ২২ মার্চ ২০২০ পর্যন্ত সংস্করণে ("বানারীপাড়া উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ- ১. ড. জ্যোতির্ম..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

বানারীপাড়া উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ- ১. ড. জ্যোতির্ময় গুহঠাকুরতা, বানরিপাড়া; ইংরেজি বিভাগের অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। ২. মতিউর রহমান মতিকাজী, বাকপুর, চাখার কলেজের ছাত্র। ৩. বিমলকৃষ্ণ দাস, বিএ পরীক্ষার্থী। ৪. আবদুল কাদের মিয়া, বাংগোলা। ৫. তোজম্বর আলী হাওলাদার। ৬. জনাব আলী, বেপারীতলা। ৭. আবুল কালাম, মসজিদবাড়ি। ৮. মন্নান হাওলাদার, মাদারকাঠি। ৯. ইউনূস আলী ফকির, দৌদিয়াত। ১০. জগদীশ চন্দ্র মিস্ত্রী, শিয়ালকাটি। ১১. আরব আলী কাজী, দত্তপাড়া। ১২. পুর্ণেন্দু সরকার, সরকারি পিরোজপুর কলেজের ছাত্র, বাইসারী। ১৩. সত্যেন্দ্রনাথ দাশগুপ্ত, প্রধান শিক্ষক, বাইসারী মাধ্যমিক বিদ্যালয়। ১৪. আবদুল কাদের, উত্তরকূল। ১৫. আবদুছ ছত্তার, উত্তরকূল। ১৬. শংকর সরকার, বাইসারী। ১৭. সুধীর চক্রবর্তী আবদুর রব, নাজিরপুর। ১৮. বিমলকৃষ্ণ, বানরিপাড়া।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।