বানারীপাড়া উপজেলা

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ২৩:৩৪, ৩০ এপ্রিল ২০১৯ পর্যন্ত সংস্করণে (বানারীপাড়ার পৌরসভা অঞ্চলের বিখ্যাত ব্যক্তিবর্গ)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

১৯১৩ সালে থানাটি গঠিত হয়। ১৯১৫ খৃস্টাব্দে পিরোজপুর মহকুমার যে ১০টি থানার নাম পাওয়া যায় তার একটি বানারীাড়া। ১৫/১২/১৯৮৫ তারিখে থানাটি উপজেলায় উন্নীত হয়। এই উপজেলার বিখ্যাত ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনার একটি সংক্ষিপ্ত তালিকা নি¤œরূপ। উল্লেখ্য, নি¤œলিখিত প্রত্যেক ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনা নিয়ে অত্র বরিশালপিডিয়ায় একটি করে স্বতন্ত্র নিবন্ধ রয়েছে।


বানারীপাড়ার পৌরসভা অঞ্চলের বিখ্যাত ব্যক্তিবর্গ

১. মনোরঞ্জন গুহঠাকুরতা (১৮৫৮ - ৩ মে ১৯১৯), খ্যাতনামা জননেতা; নিখিল ভারত কংগ্রেসের কলকাতা অধিবেশনে বাংলায় বক্তৃতা দানকারী। ২. জগদ্বন্ধু দত্ত (১৮৭২ - নভেম্বর ১৯৩০) J.B.D. মার্কা চাকতি ও গুঁড়ো কালির আবিষ্কারক, ম্যানুফ্যাকচারার ও সরবরাহকারী [তাঁর জন্মস্থান বানারীপাড়ায়, কিন্তু ঠিক কোন গ্রামে তা জানা যায়নি]। ৩. প্রবোধচন্দ্র গুহ (১৮৮৫ - ২ জুলাই ১৯৬৯), নাট্যপ্রযোজক ও নির্দেশক; ‘নাট্য-নিকেতন’ নামে নিজস্ব রঙ্গালয়ের প্রতিষ্ঠাতা। ৪. সতীশচন্দ্র গুহঠাকুরতা (১৮৮৮ - জুলাই ১৯৬০) প্রসিদ্ধ গ্রন্থাগারবিজ্ঞানী। ৫. প্রফুল্লমুখী বসু (৩ নভেম্বর ১৮৯৮ - ৮ এপ্রিল ১৯৮৩), কংগ্রেসকর্মী ও কুমিল্লার সারদা দেবী মহিলা সমিতির সম্পাদিকা ৬. মনীন্দ্রকুমার ঘোষ (৫ জানুয়ারি ১৮৯৮ - ১৬ আগস্ট ১৯৮৯), কিংবদন্তি প্রধান শিক্ষক; বিখ্যাত ব্যাকরণবিদ; সহশিক্ষা প্রচলনের বিশিষ্ট ব্যক্তিত্ব; বিখ্যাত কবি শঙ্খ ঘোষের পিতা। ৭. রাজেন্দ্রনারায়ণ গুহঠাকুরতা (১৮৯২ - ২১ জুলাই ১৯৪৫), প্রসিদ্ধ ব্যায়ামবীর; ‘All Bengal Physical culture’ নামে সমিতির প্রতিষ্ঠাতা। ৮. সাবিত্রী দত্ত (১৯০৩ - ১৩ মে ১৯৭৯), ভারতীয় পঞ্জিকার প্রথম ইংরেজি অনুবাদক ৯. নরেন্দ্রনাথ দত্ত (১৯০৪ - ১৯৬৭) চিত্রশিল্পী ও শিশু সাহিত্যিক। ১০. বীরেশচন্দ্র গুহ (৮ জুন ১৯০৪ - ২০ মার্চ ১৯৬২), বিশিষ্ট বিজ্ঞানী; কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক। ১১. কুমুদবিহারী গুহঠাকুরতা (জন্ম ১৯০৬ - ২৮ এপ্রিল ১৯৭৪), ইংরেজ বিরোধী বিপ্লবী কর্মকান্ডের জন্য ২০ বছর কারাদ- ভোগকারী। ১২. শুভ গুহঠাকুরতা (১০.৭.১৯১৮ - ১.১.১৯৮৯), ত্রৈমাসিক রবীন্দ্রসংগীত-সম্মেলনের প্রতিষ্ঠাতা। ১৩. ড. জ্যোতির্ময় গুহঠাকুরতা (১০ জুলাই ১৯২০ - ৩০ মার্চ ১৯৭১), প্রখ্যাত শিক্ষাবিদ ও ১৯৭১ এর শহীদ বুদ্ধিজীবী। ১৪. সত্যপ্রিয় ঘোষ (১২.৯.১৯২৪ - ১৫.১০.২০০৩) বাংলা আকাদেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক; দুই বাংলার জনপ্রিয় কবি শঙ্খ ঘোষের বড় ভাই।

বানারীপাড়া ইউনিয়নের গাভা গ্রামের বিখ্যাত ব্যক্তিগণ

১. ক্ষীরোদনট্ট (১৮৬৮ - ১২ মার্চ ১৯৭৫), বিখ্যাত ঢোল-বাদক; বরিশালে কংগ্রেস অধিবেশনে অশ্বিনীকুমার দত্ত তিনটি জিনিস উপহার দিয়েছিলেন - মুকুন্দ দাসের গান, ক্ষীরোদ নট্টের ঢোল বাজনা আর বালাম চাল। ২. হেমচন্দ্র ঘোষ (২৪ অক্টোবর ১৮৮৪ - ৩১ অক্টোবর ১৯৮০), অগ্নিযুগের বিশিষ্ট বিপ্ল¬বী এবং ‘মুক্তিসংঘে’র প্রতিষ্ঠাতা। ৩. দেবপ্রসাদ ঘোষ (১৫ মার্চ ১৮৯৮ - ১৪ জুলাই ১৯৮৫), খ্যাতনামা গণিতজ্ঞ, সুপ-িত শিক্ষাব্রতী ও রাজনীতিবিদ; বিপ্লবী শান্তিসুধা ঘোষের ভাই ৪. নির্মলচন্দ্র ঘোষ (অক্টোবর ১৯০০- ১০ অক্টোবর ১৯৮৭), স্বাধীনতা সংগ্রামী। ৫. চারুচন্দ্র ঘোষ (৫ নভেম্বর ১৯০৫ - ৫ ফেব্রুয়ারি ১৯৮৮), কথাসাহিত্যিক ও সরকারের উচ্চপদস্থ কর্মচারী। ৬. শান্তিসুধা ঘোষ (১৮.৬.১৯০৭ - ৭.৫.১৯৯২), বিশিষ্ট শিক্ষাব্রতী ও স্বাধীনতা সংগ্রামী; পিতা বরিশাল ব্রজমোহন কলেজের অধ্যাপক ক্ষেত্রনাথ ঘোষ; মাতা কবি অন্নদাসুন্দরী। ৭. কালীকিঙ্কর ঘোষ দস্তিদার (১৬ জুন ১৯০৮ - ২৮ সেপ্টেম্বর ১৯৭২), বিশিষ্ট চিত্রশিল্পী। ৮. গায়ত্রী দেবী (১২ অক্টোবর ১৯০৮ - ৮ সেপ্টেম্বর ১৯৯৫), প্রথম ভারতীয় তথা বঙ্গনারী যিনি আমেরিকায় বেদান্ত প্রচারের কাজে আত্মনিয়োগ করেছিলেন। ৯. বিজনবালা ঘোষদস্তিদার (১৯ অক্টোবর ১৯২১ - ৯ জুন ১৯৮১), বিখ্যাত সঙ্গীত শিল্পী। ১০. অরুন্ধতী দেবী (১৯২৫ - ১৬ অক্টোবর ১৯৯০) বিশিষ্ট চলচ্চিত্রাভিনেত্রী, চিত্র পরিচালিকা ও রবীন্দ্রসংগীতশিল্পী। ১১. জোছন দস্তিদার (১৬ জুন ১৯৩১ - ১৬ জুলাই ১৯৯৮) বাংলা থিয়েটারের ক্ষেত্রে সমাজসচেতন শিল্পী ও নাট্যকার। ১২. শঙ্কু মহারাজ (৭.৩.১৯৩১ - ১৮.১০.২০০৪) বাংলা সাহিত্যে সুপরিচিত ভ্রমণ কাহিনিকার; আসল নাম জ্যোতির্ময় ঘোষ দস্তিদার। ১৩. সুখরঞ্জন সমদ্দার (১৫ জানুয়ারি ১৯৩৮ - ১৪ এপ্রিল ১৯৭১), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক এবং একজন শহীদ বুদ্ধিজীবী।

উল্লেখ্য, বর্তমান প্রশাসনিক বিভাগ অনুযায়ী পূর্বের গাভা গ্রামটি বিভক্ত হয়ে কিছু অংশ বানারীপাড়া উপজেলায় ও কিছু অংশ ঝালকাঠি উপজেলার গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নে পড়েছে। ফলে এখানে যাদের নাম লেখা হলো তাদের অনেকের জন্মস্থানই মূলত ঝালকাঠি উপজেলার গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নে হতে পারে।

বাইশারি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. রাখালচন্দ্র দাস (১৯১৩ - ৩০ নভেম্বর ১৯৮৪) ওরফে রাখালরানি, যাত্রাভিনেতা; গ্রাম: বাইশারি।

চাখার ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. আমির আলী ( সপ্তদশ শতক), মোগল আমলের বাকলা চন্দ্রদ্বীপের এযাবৎ আবিষ্কৃত একমাত্র মুসলিম লেখক; গ্রাম: চাখার। ২. এ কে ফজলুল হক (১৮৭৩ - ১৯৬২), অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী; কোলকাতার প্রথম মেয়র; গ্রাম: চাখার। ৩. সুরেশচন্দ্র দাশগুপ্ত (১৯০২-৯.১২.১৯৯৩), রাজনীতিক; ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য; গ্রাম: খলিসাকোটা। ৪. মহানামব্রত ব্রহ্মচারী (২৫.১২.১৯০৪-১৮.১০.১৯৯৯) বিখ্যাত সাধুপুরুষ; গ্রাম: খলিসাকোটা। ৫. ফণিভূষণ দাশগুপ্ত (২৭ ডিসেম্বর ১৯০৭ - ১২ ফেব্রুয়ারি ১৯৪২), বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী; গ্রাম: খলিসাকোটা । ৬. সৈয়দ আজিজুল হক (নান্না মিয়া) (১ অক্টোবর ১৯১২ - ১৯৯৯), ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকারের প্রথমে শ্রম ও পরে রাজস্বমন্ত্রী; গ্রাম: চাখার। ৭. নরেশচন্দ্র সেনগুপ্ত (৭ আগস্ট ১৯১৬ - ২৩ নভেম্বর ১৯৮৪), শিশুকল্যাণ কাজের জন্য ১৯৮২খ্রি. ভারতীয় জাতীয় পুরস্কারে ভূষিত; গ্রাম: খলিসাকোটা। ৮. রফিকুল ইসলাম (১৯২০ সালের ১৬ জুন - ১৯৬৮ সালের ১ জুলাই), অধ্যাপক ও রাজনীতিবিদ। গ্রাম: বলহার। ৯. ইসহাক চাখারী (১৯২২ -  ??), লেখক; গ্রাম: চাখার। ১০. নূরুদ্দীন আহমদ (বিংশ শতক), লেখক; গ্রাম: বলহার।


সালিয়াবাকপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. জ্যোতিষচন্দ্র রায় (২০ এপ্রিল ১৮৯৯ - ২৪ নভেম্বর ১৯৭৫), ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত খ্যাতনামা প্রাণরসায়নবিদ, গ্রাম: নরোত্তমপুর। ২. ২. মনোরমা বসু (মাসীমা): স্বদেশী আন্দোলনের নেত্রী ও বরিশাল মাতৃমন্দির আশ্রম তথা স্কুলের প্রতিষ্ঠাতা। গ্রাম: নরোত্তমপুর।


ইলুহার ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. শৈলেন্দ্র বিশ্বাস (১২ সেপ্টেম্বর ১৯১৮ - ৬ অক্টোবর ১৯৭২) শিক্ষাবিদ, লেখক ও বিপ্লবী; গ্রাম: ইলুহার। ২. নিখিলরঞ্জন গুহ (২৮.৩.১৯৪০ - ২০০০), নাট্যকার; গ্রাম: মলুহার।


বানারিপাড়া উপজেলার পুরাকীর্তিসমূহ

১. বানারিপাড়া সতীদাহ বেদি ও মন্দির। ২. মাদারকাঠির শিব মন্দির।


বানারিপাড়া উপজেলার সামন্ত পরিবার

১. বাইশারীর তালুকদার রায় পরিবার। ২. চাখারের মজুমদার পরিবার: ৩. চাখারের সৈয়দ পরিবার:


বানারিপাড়া উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ

১. ড. জ্যোতির্ময় গুহঠাকুরতা, বানরিপাড়া; ইংরেজি বিভাগের অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। ২. মতিউর রহমান মতিকাজী, বাকপুর, চাখার কলেজের ছাত্র। ৩. বিমলকৃষ্ণ দাস, বিএ পরীক্ষার্থী। ৪. আবদুল কাদের মিয়া, বাংগোলা। ৫. তোজম্বর আলী হাওলাদার। ৬. জনাব আলী, বেপারীতলা। ৭. আবুল কালাম, মসজিদবাড়ি। ৮. মন্নান হাওলাদার, মাদারকাঠি। ৯. ইউনূস আলী ফকির, দৌদিয়াত। ১০. জগদীশ চন্দ্র মিস্ত্রী, শিয়ালকাটি। ১১. আরব আলী কাজী, দত্তপাড়া। ১২. পুর্ণেন্দু সরকার, সরকারি পিরোজপুর কলেজের ছাত্র, বাইসারী। ১৩. সত্যেন্দ্রনাথ দাশগুপ্ত, প্রধান শিক্ষক, বাইসারী মাধ্যমিক বিদ্যালয়। ১৪. আবদুল কাদের, উত্তরকূল। ১৫. আবদুছ ছত্তার, উত্তরকূল। ১৬. শংকর সরকার, বাইসারী। ১৭. সুধীর চক্রবর্তী আবদুর রব, নাজিরপুর। ১৮. বিমলকৃষ্ণ, বানরিপাড়া।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০। ২। সংসদ বাঙালি চরিতাভিধান। ৩। রুসেলি রহমান চৌধুরী, বরিশালের প্রয়াত গুণীজন। ৪। বাংলাপিডিয়া।