বরিশাল সরকারি মহিলা কলেজ

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:১২, ১ এপ্রিল ২০১৬ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

বরিশাল সরকারি মহিলা কলেজ বরিশালের অন্যতম খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান।কলেজটি ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়।

বরিশাল মহিলা কলেজ.jpg

ইতিহাস

১৯৪৯ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ও তাঁর স্ত্রী রানা লিয়াকত আলী বরিশাল সফরে আসেন। বরিশালের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর নিকট বরিশালে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার দাবি করেন। বরিশাল মুসলিম লীগ প্রধানমন্ত্রীর তহবিলে অর্থদান করে। রানা লিয়াকত ও প্রধানমন্ত্রী উক্ত তহবিলের একটি অংশ মহিলা কলেজ প্রতিষ্ঠার জন্য জেলা প্রশাসকের নিকট রেখে যান। জেলা প্রশাসন ১৯৫৬ সাল পর্যন্ত মহিলা কলেজ প্রতিষ্ঠার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। ১৯৫৬ সালে পুনরায় মহিলা কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়। জেলা ম্যাজিস্ট্রেটকে সভাপতি এবং বরিশালের চক্ষু চিকিৎসক এম আহমদকে সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। ১৯৫৬ সালে ভোলা ও পিরোজপুরে প্রাদেশিক পরিষদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী বরিশাল সফর আসেন। তিনি বরিশাল মহিলা কলেজ, পিরোজপুর কলেজ ও পটুয়াখালী কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দেন। তার প্রচেষ্টায় ১৯৫৭ সালে বরিশাল মহিলা কলেজ, পটুয়াখালী কলেজ ও পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রথমে বরিশাল মহিলা কলেজ সদর গার্লস স্কুলে শুরু হয়। পরে আগরপুর সড়কে জমিদার ও ব্যারিস্টার বিনয়গুপ্ত ও নলিনী গুপ্তের বাড়িতে প্রতিষ্ঠিত হয়। জেলা প্রশাসক গুপ্তদের বাড়ি মহিলা কলেজের জন্য বরাদ্দ দেন। মহিলা কলেজ প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সভাপতি মালেক খান, এমএলএ এস ডব্লিউ লকিতুল্লাহ, মিসেস সামসুন্নাহার, হামিদ উদ্দিন, ড. এম আহমদ ও বিএম কলেজের শিক্ষকবৃন্দ বিশিষ্ট ভূমিকা পালন করেন। ১৯৭৯ সালে বরিশাল মহিলা কলেজ সরকারি হয়। এ সময় অধ্যক্ষা রওশন জাহান, মিসেস হামিদ উদ্দীন, অধ্যাপিকা বেগম ফিরোজা, অধ্যাপক নজরুল ইসলাম কলেজ সরকারিকরণে বিশেষ অবদান রাখেন। তাদের চেষ্টায় ভূমি মন্ত্রণালয় গোরাচাঁদ দাসের বড় বাসভবন কলেজের হোস্টেল নির্মাণের জন্য বরাদ্দ করে। কলেজ সরকারিকরণ কালে ১৯৭৯ সালের ১১ আগষ্ট অধ্যক্ষা রওশান জাহান ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

বরিশাল মহিলা কলেজের অধ্যক্ষগণের কর্মকালীন সময়ের তালিকা

বেসরকারি আমল

১. মিস মনোরমা গুহ (০১.০৭.১৯৫৭ থেকে ৩১.০৮.১৯৫৮); ২. মিস নুরুন নাহার বেগম (০১.০৯.১৯৫৮ থেকে ১৮.০৫.১৯৫৯); ৩. মিসেস মেহের কবীর (১৯.০৫.১৯৫৯ থেকে ২১.০৩.১৯৬২); ৪. মিসেস মেহের উন নেছা চৌধুরী (২২.০৩.১৯৬২ থেকে ২৯.০৭.১৯৬৬); ৫. মিসেস রওশান জাহান বেগম (৩০.০৭.১৯৬৬ থেকে ১১.০৮.১৯৭৭); ৬. মিসেস কামরুন নেছা (ভারপ্রাপ্ত) ১২.০৮.১৯৭৭ থেকে ৩১.০১.১৯৭৮


০১.০২.১৯৭৮ থেকে জাতীয়করণের পর

১. মিসেস কামরুন নেছা (ভারপ্রাপ্ত) (০১.০২.১৯৭৮ থেকে ৩০.০৩.১৯৮০); ২. প্রফেসর মোঃ ইউনুস মিয়া (৩১.০৩.১৯৮০ থেকে ২৫.০১.১৯৮২); ৩. প্রফেসর কাজী আইউব আলী (২৫.০১.১৯৮২ থেকে ৩০.০৩.১৯৮৩); ৪. আবদুল ওয়াহেদ (ভারপ্রাপ্ত) (৩১.০৩.১৯৮৩ থেকে ১৪.০৮.১৯৮৩); ৫. সুখেন্দু সোম (১৫.০৮.১৯৮৩ থেকে ২৯.০৮.১৯৮৩); ৬. আবদুল ওয়াহেদ (ভারপ্রাপ্ত) (৩০.০৮.১৯৮৩ থেকে ১৭.০৩.১৯৮৪); ৭. প্রফেসর মীর মোয়াজ্জেম হোসেন (১৮.০৩.১৯৮৪ থেকে ২৭.০২.১৯৮৭); ৮. আলহাজ মোহাম্মদ সামসুদ্দিন খান (ভারপ্রাপ্ত) (২৮.০২.১৯৮৭ থেকে ৩০.০৮.১৯৮৭); ৯. প্রফেসর আলহাজ মোহাম্মদ সামসুদ্দিন খান (মেজর) ভারপ্রাপ্ত (৩১.০৮.১৯৮৭ থেকে ০৬.০৬.১৯৯০); ১০. মোঃ আবদুল মতলেব (ভারপ্রাপ্ত) (২৭.০৫.১৯৯০ থেকে ২৬.০৫.১৯৯৪); ১১. প্রফেসর রেহানা খাতুন (৩০.০৫.১৯৯৪ থেকে ০৫.০৯.১৯৯৪); ১২. মোঃ আবদুল মতলেব (ভারপ্রাপ্ত) (০৬.০৯.১৯৯৪ থেকে ১১.০৯.১৯৯৪); ১৩. প্রফেসর আবদুল ওয়াহেদ (১২.০৯.১৯৯৪ থেকে ৩০.০৩.১৯৯৬); ১৪. এ বি নুরুল হক (ভারপ্রাপ্ত) (৩১.০৩.১৯৯৬ থেকে ২৩.০৪.১৯৯৬); ১৫. প্রফেসর মোঃ শামসুদ্দীন মোল্লা (২৪.০৪.১৯৯৬ থেকে ০৩.১০.২০০২); ১৬. প্রফেসর মোঃ শাহজাহান মিয়া (০৩.১০.২০০২ থেকে ৩০.১০.২০০২); ১৭. কাজী আবদুল মালেক (ভারপ্রাপ্ত) (৩১.১০.২০০২ তেকে ৩০.১১.২০০২); ১৮. প্রফেসর এম এ খালেক (০১.১২.২০০২ থেকে ৩০.১২.২০০৩); ১৯. কাজী আবদুল মালেক (ভারপ্রাপ্ত) (৩১.১২.২০০৩ থেকে ০৯.০১.২০০৪); ২০. প্রফেসর মোঃ আবদুস সাত্তার ১০.০১.২০০৪ থেকে ১৬.০৫.২০০৪); ২১. প্রফেসর গুলশান আরা বেগম (১৭.০৫.২০০৪ থেকে ০২.০৪.২০০৭); ২২. প্রফেসর আবদুল জব্বার (০২.০৪.২০০৭ থেকে ২৫.১০.২০০৭); ২৩. মোঃ আনোয়ারুল আজিম (ভারপ্রাপ্ত) (১১.১১.২০০৭ থেকে ১০.১১.২০০৭); ২৪. এস এম সফিকুল ইসলাম (ভারপ্রাপ্ত) (১১.১১.২০০৭ থেকে ২৮.১২.২০০৭); ২৫. প্রফেসর মঞ্জু মণ্ডল (২৯.১২.২০০৭ থেকে ২৫.০৫.২০০৮); ২৬. সৈয়দ রমিজউদ্দিন (ভারপ্রাপ্ত) (২২.০৫.২০০৮ থেকে ১৮.০৮.২০০৮); ২৭. অধ্যাপক ড. ননীগোপাল দাস (১৮.০৮.২০০৮ থেকে ০৮.০২.২০০৯); ২৮. পারভীন আখতার (ভারপ্রাপ্ত) (০৮.০২.২০০৯ থেকে ২৯.০৩.২০০৯); ২৯. প্রফেসর শংকর দত্ত (৩০.০৩.২০০৯ থেকে ?); ৩০. প্রফেসর এনায়েত হোসেন ২০১৩


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।