বরিশাল জেলার বিখ্যাত ব্যক্তিগণ

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৯:০৫, ২৭ জুলাই ২০২০ পর্যন্ত সংস্করণে (" == আগৈলঝাড়া উপজেলা == '''বাকাল ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগ..." দিয়ে পাতা তৈরি)


আগৈলঝাড়া উপজেলা

বাকাল ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. ত্রিলোচন দাশ কবীন্দ্র (পঞ্চদশ শতক), কলাপ ব্যাকরণের টীকা ‘কাতন্ত্রবৃত্তি পঞ্জিকা’র রচয়িতা; কবি বিজয় গুপ্তের মামা; গ্রাম: ফুল্লশ্রী। ২. বিজয় গুপ্ত (পঞ্চদশ- ষোড়শ শতক), মনসা মঙ্গলের বিখ্যাত মধ্যযুগীয় কবি। ৩. জানকীনাথ কবিকণ্ঠহার (পঞ্চদশ - ষোড়শ শতক), “চর্করিত রহসা” নামক ব্যাকরণের অংশবিশেষ ও যঙ-লুগন্ত প্রত্যয় সম্বন্ধে শ্লোকপূর্ণ গ্রন্থের রচয়িতা; বিখ্যাত নৈয়ায়িক; গ্রাম: ফুল্লশ্রী। ৪. কার্তিকচন্দ্র দাশগুপ্ত (৬ আগস্ট ১৮৮৪ - ২৭ ফেব্রুয়ারি ১৯৬৫) সাহিত্যিক; গ্রাম: ফুল্লশ্রী। ৫. নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় (২০ মার্চ ১৯০১ - ২ সেপ্টেম্বর ১৯৯৩) বেদান্ততীর্থ; শিক্ষাব্রতী ও সমাজসেবী; গ্রাম: বাকাল। ৬. প্রাণকুমার সেন (৬ এপ্রিল ১৯০১ - ২৫ মার্চ ১৯৬২), দশ বছর বরিশাল শিক্ষক সমিতির সম্পাদক ও পরে সভাপতি; বরিশাল হিতৈষীর সম্পাদক; গ্রাম: ফুল্লশ্রী। ৭. অমিয় দাশগুপ্ত (১৯১৭ - ২৮ মার্চ ১৯৮০), সর্বভারতীয় কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সংস্থার সাধারণ সম্পাদক; গ্রাম: ফুল্লশ্রী। ৮. মনীন্দ্রনাথ সমাজদার (১৯২৪ - ?), বহু ভাষাবিদ ও সংস্কৃত পন্ডিত; গ্রাম: ফুল্লশ্রী। ৯. ভেগাই হালদার(১৮৫৩-১৯৩৩) দেশপ্রেমিক ও সাধক পুরুষ; আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রতিষ্ঠাতা; গ্রাম: মানসী-ফুল্লশ্রী।

গৈলা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. ছবি খা (ষোড়শ - সপ্তদশ শতক), মূল নাম সাবিহ খা (?), সম্রাট জাহাঙ্গীরের সময়ে বাকলার ফৌজদার; গ্রাম: গৈলা। ২. কালীপ্রসন্ন তর্কচূড়ামণি (১৮৩৩ - ১৮৯৭) বাকেরগঞ্জের কলসকাঠি গ্রামের জমিদার বরদাকান্ত রায়ের সভাপ-িত ও ধর্মোপদেষ্টা; গ্রাম: গৈলা। ৩. ললিতমোহন দাস (৬ ফেব্রুয়ারি ১৮৬৮ - ২৭ ডিসেম্বর ১৯৩২), কলকাতাস্থ ‘বরিশাল সেবা সমিতি’র প্রতিষ্ঠাতা সভাপতি; গ্রাম: গৈলা। ৪. কুসুমকুমারী দাশ (১৮৭৫ - ২৫ ডিসেম্বর ১৯৪৮), কবি; কবি জীবনানন্দ দাশের মাতা; গ্রাম: গৈলা। ৫. চন্দ্রকান্ত চক্রবর্তী (জন্ম ১৮৮৭ - ১৫ মে ১৯৭১), ১৯১৫-১৭ খ্রি. ভারত-জার্মান ষড়যন্ত্রের যে মামলা আমেরিকায় চলছিল তার আসামি; গ্রাম: গৈলা। ৬. সুরেন্দ্রনাথ দাশগুপ্ত (১৮৮৭ - ১৮ ডিসেম্বর ১৯৫২), কলকাতা বিশ্ববিদ্যালয়ের নীতিবিজ্ঞানের অধ্যাপক এবং প্রখ্যাত দার্শনিক; গ্রাম: গৈলা। ৭. সুরেশচন্দ্র সেনগুপ্ত (১৯০১-১৯৯৫), ভারতের জৈব রসায়ণের গবেষণা ও শিক্ষণের ক্ষেত্রে শিষ্যপরম্পরায় এক উল্লেখ্য ঘরানার প্রবর্তক; গ্রাম: গৈলা। ৮. অমিয়কুমার দাশগুপ্ত (১৬ জুলাই ১৯০৩ - ১৪ জানুয়ারি ১৯৯২), একজন আন্তর্জার্তিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ও অধ্যাপক; গ্রাম: গৈলা। ৯. তারকেশ্বর সেনগুপ্ত (১৫ এপ্রিল ১৯০৫ - ১৬ সেপ্টেম্বর ১৯৩১), হিজলি বন্দি-শিবিরে রাজবন্দিদের উপর গুলিবর্ষণকালে নিহত; গ্রাম: গৈলা। ১০. নয়নাঞ্জন দাশগুপ্ত (২৭.১.১৯০৭ - ১৩.১১.১৯৯২), স্বাধীনতা সংগ্রামী; গ্রাম: গৈলা। ১১. মুকুল সেন (১৪.৬.১৯০৭-২৫.২.১৯৯২), আন্দামানে দ্বীপান্তরপ্রাপ্ত স্বাধীনতা সংগ্রামী; গ্রাম: গৈলা। ১২. মৈত্রেয়ী দেবী (১ সেপ্টেম্বর ১৯১৪ - ৪ ফেব্রুয়ারী ১৯৯০), পদ্মশ্রী উপাধিতে ভূষিত প্রখ্যাত সাহিত্যিক; গ্রাম: গৈলা। ১৩. সুপ্রকাশ রায় (সুধীরচন্দ্র ভট্টাচার্য) (১৯১৫- ২১.১২.১৯৯০), স্বাধীনতা সংগ্রামী ও বামপন্থী ইতিহাস গবেষক; গ্রাম: গৈলা। ১৪. অণিমা সেনগুপ্ত (মার্চ ১৯২০ - ২ ফেব্রুয়ারি ১৯৬৪), লেখিকা; ১৯৫৭ খ্রি. থেকে মৃত্যুকাল অবধি শশিমুখী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও হিমালয়ান মাউন্টেনিয়ারিং এসোসিয়েশনের সদস্য হিসাবে কুমায়ুনের ট্রেইল গিরিবর্ত্ম অঞ্চলের অভিযাত্রী; গ্রাম: গৈলা। ১৫. আবদুর রব সেরনিয়াবাত (২৮ মার্চ ১৯২১ - ১৫ আগস্ট ১৯৭৫) সালের এমএনএ, মুক্তিযুদ্ধকালে দক্ষিণ জোনাল কাউন্সিলের চেয়ারম্যান; স্বাধীনতা-উত্তর সরকারের ভূমিমন্ত্রী; গ্রাম: সেরাল। ১৬. জ্যোতির্ময় গুপ্ত (২৩ আগস্ট ১৯২৩ - ১৬ সেপ্টেম্বর ১৯৩১) বিপ্লবী ও পরবর্তীতে বিলাতফেরত চক্ষু-বিশেষজ্ঞ; গ্রাম: গৈলা। ১৭. ভোলানাথ সেন (১৯২৩ (?)- ১৮.১.১৯৯৮), প্রখ্যাত আইনজীবী ও বিশিষ্ট কংগ্রেস নেতা; কংগ্রেস মন্ত্রীসভায় পূর্তমন্ত্রী; গ্রাম: গৈলা। ১৮. উমা দাশগুপ্ত (১৪ এপ্রিল ১৯২৮ - ২১ জুন ২০০৫), জাদু সম্রাজ্ঞী; গ্রাম: গৈলা।

রতনপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. ল্যান্সনায়েক আলিমুল ইসলাম বীরপ্রতীক (?? - ২০১০), বীরপ্রতীক মুক্তিযোদ্ধা, গ্রাম: রতনপুর।


উজিরপুর উপজেলা

উজিরপুর সদর অঞ্চলের বিখ্যাত ব্যক্তিগণ: ১. কালীপ্রসন্ন বিদ্যারত্ন মহামহোপাধ্যায় (১৮৪৮ - ১ সেপ্টেম্বর ১৯৩০), প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক। ২. সরোজিনী দেবী (১৮৮১ - ১৯৬০) বিপ্লবী ও স্বদেশাত্মক গানের রচয়িতা। ৩. সতীশচন্দ্র রায় (১৮৮২ - ১৯০৪) শান্তিনিকেতনের শিক্ষক। ৪. নগেন্দ্র বিজয় ভট্টাচার্য (১৮৮৫ - ১৩ই নভেম্বর ১৯৬৭) জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা কংগ্রেস কমিটির সভাপতি। ৫. খন্দকার সিরাজুর রহমান (১৯০১ - ১৫ ডিসেম্বর ১৯৮৯) বাংলাদেশ ফায়ার ব্রিগেডের আদি ও বিকাশ পর্যায়ের পুরোধা ব্যক্তিত্ব। ৬. রতেœশ্বর মুখোপাধ্যায় (১৯০৮ - ১৩ নভেম্বর ১৯৮০), সংগীতশিল্পী; মানবেন্দ্র মুখোপাধ্যায়ের পিতৃব্য। ৭. সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় (১৯১২-৮.৭.১৯৯৯), কাজী নজরুল ইসলামের ছাত্র ও ঘনিষ্ঠ সঙ্গী এবং নজরুল-সংগীতের বিশিষ্ট শিল্পী। ৮. মানবেন্দ্র মুখোপাধ্যায় (১১.৮.১৯২৯-১৯.১.১৯৯২), প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার। ৯. মেজর এম এ জলিল (৯ ফেব্রুয়ারি ১৯৪২ - ১৫ নভেম্বর ১৯৮৮) মুক্তিযুদ্ধের ৯ম সেক্টরের সেক্টর কমান্ডার।

বামরাইল ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. সরদার ফজলুল করিম (১ মে ১৯২৫ - ১৫ জুন ২০১৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বরেণ্য দার্শনিক; গ্রাম: আটিপাড়া।

বড়াকোঠা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. মফিজ উদ্দিন আহম্মদ (১৮৭২ - ১৯২৮), লোকাল বোর্ডের চেয়ারম্যান ও জেলা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘বঙ্গমিহির’ পত্রিকার প্রতিষ্ঠাতা; গ্রাম: গাজীপাড়া।

গুঠিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. পূর্ণানন্দ স্বামী, মহারাজ: (? - ১৩ নভেম্বর ১৯৩৬), সাধুপুরষ; শিষ্যদের কাছে তাঁর লিখিত পত্রাবলি ‘বেদবাণী’ নামে তিনখ-ে প্রকাশিত; গ্রাম: গুঠিয়া। ২. অমিয়কুমার সেন (৭ আগস্ট ১৮৯৬ - ১৮জুলাই ১৯৮০), কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক; গ্রাম: গুঠিয়া। ৩. সুধীররঞ্জন সেন পঞ্চতীর্থ (১৩ এপ্রিল ১৯০৪ - ৬ মে ১৯৬২), আয়ুর্বেদশাস্ত্রের অধ্যাপক ও বিখ্যাত গীতাভাষ্যকার; গ্রাম: গুঠিয়া। ৪. অরুণকুমার সেন (১৮ এপ্রিল ১৯০৫ - ১৭ আগস্ট ১৯৮৫), বিশিষ্ট অধ্যাপক; কলকাতা বিশ্ববিদ্যালয়ের তিন বছরের বি.কম-এর পাঠ্যসূচির তিনি রচয়িতা; অমিয়কুমার সেনের ভাই; গ্রাম: গুঠিয়া। ৫. শান্তি রায় (৪.৯.১৯২৭- ২৩.৪.২০০২) নকশালবাড়ি কৃষক সংগ্রামে সহায়ক কমিটির অন্যতম প্রধান সংগঠক; গ্রাম: রায়ভদ্রাদি। ৬. মজিবর রহমান বীরবিক্রম (? - ৬ ডিসেম্বর ১৯৭১), বীরবিক্রম মুক্তিযোদ্ধা; গ্রাম: কমলাপুর।

ওটরা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. নিশিকান্ত বসু (জন্ম ১৮৭৩ - ২৭ জুলাই ১৯৩৯), ‘স্বদেশ বান্ধব সমিতি’র প্রথম সম্পাদক, ‘উন্নতি বিধায়িনী সমিতি’র প্রতিষ্ঠাতা ও ‘বঙ্গীয় হিতসাধন ম-লী’র প্রধান কর্মী; গ্রাম: হাবিবপুর। ২. বিপদবারণ সরকার (১৮৮৫ - ১৯৮০), ফিল্টারহীন টিউবওয়েলসহ বিভিন্ন পদ্ধতির টিউবওয়েলের আবিষ্কারক; গ্রাম: হাবিবপুর। ৩. শান্তিরঞ্জন বসু (৩ মার্চ ১৯০৮ - ১৮ ডিসেম্বর ১৯৮৪), কবিগুরু কর্তৃক বিশ্বভারতীর পল্লী¬সংগঠন বিভাগের দায়িত্বে নিয়োজিত; নিশিকান্ত বসুর পুত্র; গ্রাম: হাবিবপুর। ৪. ড. অজিতনারায়ণ বসু (১০ ফেব্রুয়ারি ১৯২৭ - ২৮ নভেম্বর ২০০৪) একজন বিশিষ্ট সমাজবিজ্ঞানী, খ্যাতনামা অর্থনীতিবিদ এবং খড়গপুর আই. আই. টি.’র অধ্যাপক; গ্রাম: হাবিবপুর।

শোলক ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. হজরত মাহমুদ ইদ্রাক (সপ্তদশ শতক) সুবাদার শায়েস্তা খানের সাথে বাংলাদেশে আগমনকারী ইসলাম প্রচারক; গ্রাম: ধামুরা। ২. আভা গান্ধী (১৬ এপ্রিল ১৯৩১ -  ??), মহাত্মা গান্ধীর প্রপৌত্র কানুর স্ত্রী; গ্রাম: শোলক।


গৌরনদী উপজেলা

গৌরনদী পৌরসভা অঞ্চলের বিখ্যাত ব্যক্তিগণ: ১. গোবর্দ্ধন আচার্য (দ্বাদশ শতক) বল্লাল সেন ও লক্ষ্মণ সেনের সভাকবি; তাঁর নামে গোবর্ধন গ্রাম। ২. দুধ মল্লিক (সপ্তদশ শতক), ইয়েমেন থেকে আগত মোগল আমলের ইসলাম প্রচারক; স্থান: কসবা। ৩. নারায়ণ গঙ্গোপাধ্যায়(৪ ফেব্রুয়ারি, ১৯১৮ - ৬ নভেম্বর, ১৯৭০) বিখ্যাত কথাসাহিত্যিক। ৪. মহম্মদ মসিহুর রহমান (১৯২৫ - ৫ জুলাই ২০০১), এম. এম. রহমান এন্ড কোম্পানী নামক সি.এ. ফার্মের প্রতিষ্ঠাতা; ১৯৭৩-৭৪ সালে ঢাকার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। ৫. কাজী গোলাম মাহবুব (১৯২৭ - ২০০৬), ভাষাসৈনিক ও কলকাতা ইসলামিয়া কলেজের ভি.পি.; জন্মস্থান: কসবা।

বার্থী ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, ডি.জি. (২৬ মার্চ ১৮৯৩- ১৮ নভেম্বর ১৯৭৮) চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘পদ্মভূষণ’ (১৯৭৪) এবং ‘দাদা সাহেব ফালকে পুরস্কার’ (১৯৭৬) প্রাপ্ত; রবীন্দ্রনাথের জামাতা নগেন্দ্রনাথের ছোট ভাই; গ্রাম: আলতা/ বার্থী। ২. মহেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় (১৯০৫ - ৩০ নভেম্বর ১৯৮০); যুগান্তর বিপ্লবী গোষ্ঠির বিশিষ্ট কর্মী ও সংগীতজ্ঞ; গ্রাম: তারাকুপি । ৩. যোগেন্দ্রনাথ মন্ডল (২৯ জানুয়ারি ১৯০৪ - ১৯৬৮) ওরফে যোগেন মন্ডল; তফসিলি সম্প্রদায়ের বিখ্যাত রাজনীতিবিদ ও পাকিস্তান গণ পরিষদের এক সময়ের স্পিকার; গ্রাম: মৈস্তারকান্দি।

বাটাজোর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. ব্রজমোহন দত্ত (১৮২৬ - ১৮৮৬), নদীয়ার স্মল কোর্ট জজ, পটুয়াখালিকে মহকুমায় উন্নীতকরনে ভূমিকা পালনকারী; অশ্বিনীকুমার দত্তের পিতা; গ্রাম: বাটাজোর। ২. অশ্বিনীকুমার দত্ত (২৫ জানুয়ারি ১৮৫৬ - ৭ নভেম্বর ১৯২৩) বিএম কলেজের প্রতিষ্ঠাতা ও বরিশালের সর্বজন শ্রদ্ধেয় নেতা; গ্রাম: বাটাজোর। ৩. কামিনীকুমার দত্ত (?), অশি^নীকুমার দত্তের ভাই; গ্রাম: বাটাজোর। ৪. দুর্গামোহন সেন (১৭ নভেম্বর ১৮৭৭ - ১১ সেপ্টেম্বর ১৯৭২) বাংলা সাপ্তাহিক ‘বরিশাল হিতৈষী’র সম্পাদক; গ্রাম: চন্দ্রহার। ৫. সরল কুমার দত্ত (?)অশ্বিনী কুমার দত্তের ভ্রাতুস্পুত্র এবং জেলা কংগ্রেসের সভাপতি; গ্রাম: বাটাজোর। ৬. সুকুমার দত্ত (২ ফেব্রুয়ারি ১৮৯১ - ৯ এপ্রিল ১৯৭০), ঢাকা বিশ^বিদ্যালয় ও দিল্লি বিশ্ববিদ্যালয়ে ইংরেজির অধ্যাপক; দিল্লি রামযশ কলেজের অধ্যক্ষ; গ্রাম: বাটাজোর। ৭. শশিভূষণ দাশগুপ্ত (১৭ মার্চ ১৯১১ - ২১ জুলাই ১৯৬৪), বাংলা সাহিত্যের বিখ্যাত গবেষক ও অধ্যাপক; গ্রাম: চন্দ্রহার। ৮. নরেন গুপ্ত (১৯১৮-৬.৯.২০০৪) পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সংগঠন আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা; গ্রাম: শৌলাকর।

চাদসী ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. কাদম্বিনী গঙ্গোপাধ্যায় (৮ মে ১৮৬১ - ৩ অক্টোবর ১৯২৩), কলকাতা মেডিকেল কলেজের প্রথম ছাত্রী। এফ.আর.সি.এস (গ্লাসগো) এবং ডি.এফ.এস. (ডাবলিন); গ্রাম: চাদসী। ২. হরনাথ শাস্ত্রী (১৮৬৫ - ১৯৪৪) হরনাথ শাস্ত্রী বিখ্যাত বেদান্ত ও ন্যায়শাস্ত্রবিদ; গ্রাম: চাদসী।ে ৩. সীতানাথ সিদ্ধান্তবাগীশ (১৮৭৩- ১৯৪৮), লেখক ও সংস্কৃত সাহিত্যের অধ্যাপক; গ্রাম: চাদসী। ৪. কালীবিলাস ভট্টাচার্য (২ অক্টোবর ১৯০৮ - ১৬ মে ১৯৯২) স্বাধীনতা সংগ্রামী ও ভারতের বিশিষ্ট কম্যুনিস্ট রাজনীতিবিদ; গ্রাম: চাদসী। ৫. পঙ্কজকান্তি দাস (১৯৩৪- ২৬.৪.১৯৯৮), ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য; গ্রাম: চাদসী।

মাহিলারা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. রামচন্দ্র দাশগুপ্ত (১৮৭৮ - ১৯১৯) গীতিকার ও লেখক; গ্রাম: মাহিলারা। ২. অনন্তকুমার সেন (১৬ জুলাই ১৮৮৮ - ১৫ অক্টোবর ১৯৩৫), মহাত্মা অশ্বিনীকুমারের অনুগামী সংগঠক ও আদর্শ শিক্ষক; গ্রাম: মাহিলারা। ৩. ড. সুরেন্দ্রনাথ সেন (২৯ জুলাই ১৮৯০ - ৩০ অক্টোবর ১৯৬২), খ্যাতনামা ঐতিহাসিক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘আশুতোষ অধ্যাপক’; গ্রাম: মাহিলারা। ৪. হীরালাল দাশগুপ্ত (১৮৯০ - ৩০ অক্টোবর ১৯৭১), বৃটিশ বিরোধী বিপ্লবী ও সুলেখক; গ্রাম: মাহিলারা। ৫. সুধীরকুমার দাশগুপ্ত (১৫ জুন ১৮৯৪ - ১৪ মার্চ ১৯৫৬), স্কটিশ চার্চ কলেজের বাংলার অধ্যাপক; বাংলা ভাষায় অলংকারশাস্ত্র ও সাহিত্যতত্ত্ব আলোচনায় অন্যতম পথিকৃৎ; গ্রাম: মাহিলারা। ৬. জ্যোতিষচন্দ্র সেনগুপ্ত (১৮ মার্চ ১৯১০ - ২৩ এপ্রিল ২০০৫), স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবী; গ্রাম: মাহিলারা। ৭. রবীন্দ্রকুমার দাশগুপ্ত (১১.৭.১৯১৫ - ৩.২.২০০৯) ডি.ফিল. অক্সফোর্ড; গবেষক, অধ্যাপক ও প্রাবন্ধিক; গ্রাম: মাহিলারা।

নলচিড়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. মাধবকর (৭ম - ৮ম শতক) বাকলা-চন্দ্রদ্বীপের মাধবকর ভারতব্যাপী খ্যাতিমান আয়ুর্বেদ চিকিৎসক; ‘রোগবিনিশ্চয়’ ও ‘চিকিৎসা’ চিকিৎসা শাস্ত্রে তাঁর দুখানা বিখ্যাত গ্রন্থ; গ্রাম: নলচিড়া। ২. উলফৎ গাজী (ষোড়শ শতক), চন্দ্রদ্বীপের রামচন্দ্রের সাথে মোগলদের যুদ্ধে ইসলাম খা-কে সাহায্যকারী; নলচিড়র মিয়াদের আদি পুরুষ; গ্রাম: নলচিড়া। ৩. সৈয়দ কুতুব শাহ (সপ্তদশ শতক), সুফী-সাধক ও ইসলাম প্রচারক; সম্রাট জাহাঙ্গীরের অমাত্য উলফৎ গাজীর পুত্র; গ্রাম: নলচিড়া। ৪. সৈয়দ ইমাম উদ্দিন (অষ্টাদশ শতক), বরিশালের প্রথম যুগের বৃটিশ বিরোধী সশস্ত্র স্বাধীনতা সংগ্রামীদের একজন; শরিকলের যুদ্ধের সেনাপতি; গ্রাম: নলচিড়া। ৫. শংকর চক্রবর্তী (অষ্টাদশ শতক), চন্দ্রদ্বীপের রাজা উদয় নারায়ণের ভান্ডার রক্ষক (ট্রেজারার); গ্রাম: নলচিড়া। ৬. জগন্নাথ পঞ্চানন: (অষ্টাদশ শতাব্দী) রাজা রাজবল্লভের সভায় বাকলার এগারো জন নিমন্ত্রিত পণ্ডিতের মধ্যে অন্যতম; গ্রাম: নলচিড়া। ৭. লোকনাথ ন্যায়পঞ্চানন (ঊনবিংশ শতাব্দী), সুকবি ও পূর্ববঙ্গের সর্বশ্রেষ্ঠ নৈয়ায়িক; গ্রাম: নলচিড়া। ৮. মনোহর মুখোপাধ্যায় (৩০.৪.১৯০৩ - ৮.৮.২০০৩), স্বাধীনতা সংগ্রামী, গ্রাম: নলচিড়া। ৯. শচীন্দ্রলাল করগুপ্ত (২৮ ফেব্রুয়ারি ১৯০৫ - ১১ মে ১৯৭৫), পশ্চিমবঙ্গের হাবড়ায় ‘গ্রামসেবা সংঘ’- এর প্রতিষ্ঠাতা; গ্রাম: নলচিড়া। ১০. লক্ষ্মী সেন (৩১.১.১৯২০ - ১৬.২.২০০১) পশ্চিমবঙ্গের বিশিষ্ট সি.পি.আই. (এম) নেতা; গ্রাম: কলাবাড়িয়া। ১১. মৃণালকুমার দাশগুপ্ত (১.৯.১৯২৩ - ২৮.১১.২০০৫), আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পদার্থবিজ্ঞানী; গ্রাম: নলচিড়া।

শরিকল ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. মনোরঞ্জন গুপ্ত (৭ মার্চ ১৮৯০ - ১৯৭৪) সশস্ত্র বিপ্লবী ও অবিভক্ত বাংলার আইনসভার সদস্য; গ্রাম: আধুনা। ২. নিজামউদ্দিন আহমেদ (?? - ১৯৮৪) বেইজ কমান্ডার, গৌরনদী; গ্রাম: হোসনাবাদ।


বরিশাল সদর উপজেলা

বরিশাল সিটি কর্পোরেশন অঞ্চলের বিখ্যাত ব্যক্তিবর্গ: ১. দাল সিংহ বর্মণ (অষ্টাদশ শতক), আসমান সিং-এর পালা নামের লোকনাট্য দাল সিংহ পরিবারকে কেন্দ্র করে রচিত; পাঞ্জাব প্রদেশ হতে আগত জমিদার; পুরান বাজার। ২. শাহ করিম বকস (অষ্টাদশ শতক - উনবিংশ শতকের প্রথম ভাগ), শাহ করিম বকস বরিশাল শহরের ফকিরবাড়ি মসজিদ সংলগ্ন ফকিরবাড়ির আদি পুরুষ; ফকিরবাড়ি মসজিদের প্রতিষ্ঠাতা; ফকিরবাড়ি রোড। ৩. জন ফ্রান্সিস প্যারেরা, (১৭৬৪ - ১৮৩৪), বরিশাল শহরের প্রধান ইউরোপীয় অধিবাসীদের একজন; তাঁর নামানুসারে প্যারারা রোড। ৪. এলায়েচীরাম তালিব (? - ১৮৭৬), ফার্সী কবি। ৫. মুহম্মদ ফাযেল (উনবিংশ শতক), ফার্সী কবি। ৬. আবদুর রহিম খান (? - ১৯১৫), ভাটিখানার জোড় মসজিদের প্রতিষ্ঠাতা, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ও ব্রজমোহন কলেজের আরবি অধ্যাপক; ভাটিখানা। ৭. দীন মোহাম্মদ গঙ্গোপাধ্যায় (১৮৫৩ - ১৯১৬), লেখক; নথুল্লাবাদ। ৮. খান বাহাদুর হেমায়েতউদ্দিন আহম্মদ (১৮৬০ - ১৯৪১) ঊনিশ শতকের শেষভাগের ও বিশ শতকের গোড়ার দিকের বরিশালের শিক্ষা ও রাজনৈতিক আন্দোলনের অগ্রণী মুসলিম নেতা; বগুড়া রোড। ৯. মুন্সি মোহাম্মদ রেয়াজুদ্দীন (১৮৬২ - ১৯৩৩), সাহিত্যিক ও সম্পাদক; কাউনিয়া। ১০. সত্যানন্দ দাশ (১৮৬৩ - ১৯৪২), ব্রজমোহন স্কুলের সহকারী প্রধান শিক্ষক এবং বরিশাল ব্রাহ্ম সভার সম্পাদক ও উপাচার্য; কবি জীবনানন্দ দাশের পিতা; বগুড়া রোড। ১১. ইসমাইল চৌধুরী (১৮৭৪ - ১৯৫৪), নগরীর আসমত আলী খান ইনস্টিটিউশন, হালিমা খাতুন গার্লস স্কুল, চরামদ্দির ওয়াজেদুন্নেসা উচ্চ বিদ্যালয়, বেল ইসলামিয়া হোস্টেল ইত্যাদির প্রতিষ্ঠাতা। ১২. স্নেহলতা দাশ (উনবিংশ শতকের শেষ ভাগ - বিংশ শতকের মধ্যভাগ), বরিশাল সদর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা; জীবনানন্দ দাশের পিসি; বগুড়া রোড। ১৩. দেবেন্দ্রনাথ ঘোষ (২২ এপ্রিল ১৮৯০ - ১১ জানুয়ারী ১৯৯৯), সশস্ত্র বৃটিশ বিরোধী আন্দোলনকারী। ১৪. জীবনানন্দ দাশ (১৮ ফেব্রুয়ারি ১৮৯৯ - ২২ অক্টোবর ১৯৫৪), কবি; বগুড়া রোড। ১৫. খান বাহাদুর ওয়াজির আলী (৫ জুলাই ১৮৯৫ - ২৩ এপ্রিল ১৯৭৩), হাওড়া জেলার এ. ডি. এম.; গোরাচাদ দাস রোড, বরিশাল। ১৬. মণিকুন্তলা সেন (১১.১২.১৯১০- ১১.৯.১৯৮৭), অবিভক্ত বাংলার প্রথম সারির মহিলা নেত্রী ও বঙ্গীয় প্রাদেশিক মহিলা আত্মরক্ষা সমিতির অন্যতম প্রতিষ্ঠাত্রী; বগুড়া রোড। ১৭. বরুণ সেনগুপ্ত (২৩.১.১৯৩৪- ১৯.৬.২০০৮), আনন্দবাজার সহ অনেক পত্রিকার সাংবাদিক, সম্পাদক ও লেখক। ১৮. মোহিত চট্টোপাধ্যায় (১.৬.১৯৩৪ - ১২.৪.২০১২), বিশিষ্ট কবি ও নাট্যকার; ফকিরবাড়ি রোড। ১৯. আলমগীর কবির (১৯৩৭ সনের ১৮ই ডিসেম্বর - ১৯৮৯) বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ও সাহিত্যিক; নবগ্রাম রোড, মুনসুর কোয়ার্টার। ২০. খন্দকার নাজমুল হুদা [কে এন হুদা]), বীরবিক্রম (১৯৩৮ সালের ৬ জুলাই - ৭ নভেম্বর ১৯৭৫), কর্নেল; মুক্তিযুদ্ধে সাব-সেক্টর কমান্ডার, যশোর; বগুড়া রোড। ২১. সমীর সেনগুপ্ত (২১.১২.১৯৪০-২৩.১২.২০১১), বিশিষ্ট প্রাবন্ধিক ও জীবনীকার; বরিশাল শহর।


চাঁদপুরা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. হজরত গজনী শাহ (ষোড়শ শতক), ইসলাম ধর্ম প্রচারক, চাঁদপুরা গ্রাম।

চরবাড়িয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. আরজ আলী মাতুব্বর (১৭ ডিসেম্বর, ১৯০০ - ১৫ মার্চ ১৯৮৫), দার্শনিক ও মানবতাবাদী চিন্তাবিদ; লামচরি

চরকাউয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. শহীদ সিপাহী জাহাঙ্গীর হোসেন, বীরপ্রতীক (?? - ২৮ মার্চ ১৯৭১), কুমিরার যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা।

চরমোনাই ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. মরহুম সৈয়দ মোহাম্মদ এছহাক (রহঃ) (১৯০৫ - ১৪ সেপ্টেম্বর ১৯৭৩), চরমোনাইর পির সাহেব; চরমোনাই।

জাগুয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. শরৎ চন্দ্র গুহ (৯ মে ১৮৭২ - ১৯৫৬), একাধিক বার বরিশাল পৌরসভার চেয়ারম্যান ও সমাজসেবী; গ্রাম: জাগুয়া।

কাশীপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. রাজচন্দ্র রায়চৌধুরী (১৭৯৭ -  ??), লাখুটিয়ার জমিদার রায় বংশের অন্যতম বিখ্যাত ব্যক্তিত্ব; ১৮৬০ খৃস্টাব্দে বরিশাল হতে লাখুটিয়ায় খাল খনন ও রাস্তা নির্মাণকারী; গ্রাম: লাখুটিয়া। ২. রাখালচন্দ্র রায়চৌধুরী (উনবিংশ শতক), পিতার নামে বরিশালে রাজচন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা; শহরের রাখাল বাবুর পুকুরটি তাঁর নামের স্মারক; গ্রাম: লাখুটিয়া। ৩. কুসুমকুমারী রায়চৌধুরী (উনবিংশ শতক), বাংলার প্রথম মহিলা ঔপন্যাসিক, স্বামী লাখুটিয়ার জমিদার রাখালচন্দ্র রায়চৌধুরী। ৪. প্রতাপ চন্দ্র মুখোপাধ্যায় (উনবিংশ শতক), রোহিনী কুমার সেন কর্তৃক প্রশংসিত লেখক; গ্রাম: কাশীপুর। ৫. দেবকুমার রায়চৌধুরী (২৩ জানুয়ারি ১৮৮৬ - ১০ ডিসেম্বর ১৯২৯), কবি ও লেখক; সাহিত্যক কুসুমকুমারী রায়চৌধুরীর পুত্র; গ্রাম: লাখুটিয়া। ৬. ইন্দ্রলাল রায় (২ ডিসেম্বর ১৮৯৮ - ২২ জুলাই ১৯১৮), প্রথম বাঙালি ফ্লাইট লেফটেন্যান্ট; বিমান বাহিনীর সর্বোচ্চ সম্মান ডিএফসি-প্রাপ্ত; প্রথম বিশ্বযুদ্ধে শহীদ; পিতা বরিশালের প্রথম ব্যারিস্টার পিয়ারীলাল রায়; গ্রাম: লাখুটিয়া। ৭. পরেশলাল রায় (২০ ডিসেম্বর ১৮৯৮ - ৩০ ডিসেম্বর ১৯৭৯) খ্যাতনামা মুষ্টিযোদ্ধা; বরিশাল পুলিশ লাইনসের উত্তরপাশের পরেশ সাগর নামের দীঘিটি তাঁর নামের স্মারক; পিতা বরিশালের প্রথম ব্যারিস্টার জমিদার পিয়ারীলাল রায়; গ্রাম: লাখুটিয়া। ৮. মহেন্দ্রনাথ দত্ত (২.৮.১৮৯৯-১৮.১০.১৯৮৭), পশ্চিমবঙ্গে মুদ্রণশিল্পের ক্ষেত্রে এবং পুস্তক প্রকাশনার জগতে খ্যাতনামা ব্যক্তি; সাহিত্য সংসদ ও শ্রী সরস্বতী প্রেসের প্রতিষ্ঠাতা; গ্রাম: কাশীপুর। ৯. ক্ষীরোদরঞ্জন বন্দ্যোপাধ্যায় (১৯১২ - ১৯৪৮), ১৮.০৪.১৯৩০ তারেিখ জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ সৈন্যের সঙ্গে মুখোমুখি যুদ্ধে জয়লাভকারী বিপ্লবী; গ্রাম: কাশীপুর। ১০. নিখিল সেন (১৬ এপ্রিল ১৯৩১ - ২৫ ফেব্রুয়ারি ২০১৯), নাট্য নির্দেশনায় বাংলাদেশের একুশে পদক প্রাপ্ত; গ্রাম: কলস।

রায়পাশা কড়াপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. হায়াত মাহমুদ (অষ্টাদশ শতক) ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহীদের প্রথম যুগের বিশিষ্ট একজন। গ্রাম: কড়াপুর। ২. আব্দুল লতিফ (১৯২৭ - ২৬ ফেব্রুয়ারি ২০০৫) একজন খ্যাতনামা বাংলাদেশী গীতিকার ও সুরকার। গ্রাম: রায়পাশা

শায়েস্তাবাদ ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. মির মোয়াজ্জেম হোসেন (১৮১০ - ১৯০৯ খ্রিস্টাব্দের ০৭ অক্টোবর), নদীয়া ও যশোরে প্রিন্সিপাল স্মল কজেজ কোর্টের জজ; বাঙালীদের মধ্যে প্রথম অতিরিক্ত জজ; কলকাতা প্রেসিডিন্সিতে অনরারি ম্যাজিষ্ট্রেট; নবাবজাদা খেতাবপ্রাপ্ত বরিশালের একমাত্র জমিদার। ১. মির আবদুল মজিদ (উনবিংশ শতক) বরিশাল জেলার মধ্যে তিনি প্রথম ডেপুটি ম্যাজিষ্ট্রেট; খান বাহাদুর উপাধিপ্রাপ্ত ; গ্রাম: সায়েস্তাবাদ। ২. নবাবজাদা সৈয়দ মোতাহার হোসেন (?? - ১৯১১), বরিশালের দ্বিতীয় ব্যারিস্টার; গ্রাম: সায়েস্তাবাদ। ৩. মির মুহাম্মদ হোসেন (? - ১৯৩০), বাকেরগঞ্জ জেলা বোর্ডের চেয়ারম্যান; লন্ডন টাইমস পত্রিকা এক সংখ্যায় তার ইংরেজী ভাষার দখল ও লাইব্রেরীর উচ্ছ্বসিত প্রশংসা করেছিল; তাঁর ব্যক্তিগত লাইব্রেরী উপমাহাদেশে বিখ্যাত ছিল; গ্রাম: সায়েস্তাবাদ। ৪. ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক (১৯৪২ - ১৯৯৫ সালের ১৬ জানুয়ারি), আগরতলা যড়যন্ত্র মামলার আসামি; গ্রাম: সায়েস্তাবাদ। ৫. সুফিয়া কামাল: বেগম সুফিয়া কামাল (২০ জুন ১৯১১ - ২০ নভেম্বর ১৯৯৯) কবি, লেখিকা ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ; গ্রাম: সায়েস্তাবাদ।


বাকেরগঞ্জ উপজেলা

ভরপাশা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. সুবেদার করম আলী হাওলাদার, বীরপ্রতীক (?? - ১৯৮৮), বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা; গ্রাম: ভরপাশা।

চরাদি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. আতাহার আলী মল্লিক, বীরবিক্রম (১৯৩৪ - ২ এপ্রিল ১৯৭১ ) বীরবিক্রম খেতাবপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধা; গ্রাম: চরাদি। ২. লেফটেনান্ট মোহাম্মদ কামরুল হাসান সেলিম, বীরপ্রতীক (?? - ৩০ জানুয়ারি ১৯৭২) বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধা।

চরামদ্দি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. নাসির উদ্দিন (?? - ১ নভেম্বর ১৯৮৫), মুক্তিযুদ্ধকালে বেইজ কমান্ডার, বাকেরগঞ্জ; শ্যামপুর যুদ্ধে নেতৃত্ব দানকারী; গ্রাম: চরামদ্দি।

দাড়িয়াল ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. সুরেশচন্দ্র চক্রবর্তী (১৪ জুলাই ১৯০০ - ১৪ মে ১৯৭৩), কাশী-প্রবাসী খ্যাতনামা সাংবাদিক ও সাহিত্যসেবী। গ্রাম: কাজলাকাঠি। দুর্গাপাশা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ ১. অবলাকান্ত কর (১৮৯১ - ২ নভেম্বর ১৯৭৪), ২৫ বছর কারানিবাসী স্বাধীনতা সংগ্রামী; গ্রাম: গোবিন্দপুর।

ফরিদপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. গাজী আবদুল ওয়াহেদ, বীরপ্রতীক (?? - ১৯৯৭), বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা; গ্রাম: মঙ্গলসি। ২. শরৎ কুমার ঘোষ (১৮৮৩ - ১ এপ্রিল ১৯৫৮), পোশাকি নাম পুরুষোত্তমানন্দ অবধূত; ‘বিশ্বকল্যাণ সভা’, ‘আনন্দমঠ’ প্রভৃতি সংস্থার প্রতিষ্ঠাতা; বেদান্তের বৈপ্লবিক ব্যাখ্যাতা; গ্রাম: কাকরদা।

গারুরিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. বিশ্বেশ্বর তর্করত্ন, মহামহোপাধ্যায় (১৯ জানুয়ারি ১৮৭২ - ২ ফেব্রুয়ারি ১৯১৫), লেখক ও মহামহোপাধ্যায়; গ্রাম: গারুড়িয়া।

নিয়ামতি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. আইন উদ্দিন সিকদার (অষ্টাদশ শতক), ইংরেজ বিরোধী সশস্ত্র বিদ্রোহের নেতা; গ্রাম: নিয়ামতি।

রঙ্গশ্রী ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. দয়াল চৌধুরী (অষ্টাদশ শতক), আগাবাকেরের সময়ে বাকেরগঞ্জ থানার রঙ্গশ্রী ইউনিয়নের এক প্রভাবশালী জমিদার; গ্রাম: নন্দপাড়া। ২. হেমচন্দ্র মুখোপাধ্যায় (১৮৮৮ - ১৯৩১), কবি ও নাট্যকার; গ্রাম: রঙ্গশ্রী। ৩. ফজলুর রহমান খন্দকার, বীরউত্তম (?? - ২৭ সেপ্টেম্বর ১৯৭১), বীরোত্তম খেতাবপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধা; গ্রাম: বারোআউলিয়া।


বানারীপাড়া উপজেলা

বানারীপাড়ার পৌরসভা অঞ্চলের বিখ্যাত ব্যক্তিবর্গ: ১. মনোরঞ্জন গুহঠাকুরতা (১৮৫৮ - ৩ মে ১৯১৯), খ্যাতনামা জননেতা; নিখিল ভারত কংগ্রেসের কলকাতা অধিবেশনে বাংলায় বক্তৃতা দানকারী। ২. জগদ্বন্ধু দত্ত (১৮৭২ - নভেম্বর ১৯৩০) J.B.D. মার্কা চাকতি ও গুঁড়ো কালির আবিষ্কারক, ম্যানুফ্যাকচারার ও সরবরাহকারী [তাঁর জন্মস্থান বানারীপাড়ায়, কিন্তু ঠিক কোন গ্রামে তা জানা যায়নি]। ৩. প্রবোধচন্দ্র গুহ (১৮৮৫ - ২ জুলাই ১৯৬৯), নাট্যপ্রযোজক ও নির্দেশক; ‘নাট্য-নিকেতন’ নামে নিজস্ব রঙ্গালয়ের প্রতিষ্ঠাতা। ৪. সতীশচন্দ্র গুহঠাকুরতা (১৮৮৮ - জুলাই ১৯৬০) প্রসিদ্ধ গ্রন্থাগারবিজ্ঞানী। ৫. প্রফুল্লমুখী বসু (৩ নভেম্বর ১৮৯৮ - ৮ এপ্রিল ১৯৮৩), কংগ্রেসকর্মী ও কুমিল্লার সারদা দেবী মহিলা সমিতির সম্পাদিকা ৬. মনীন্দ্রকুমার ঘোষ (৫ জানুয়ারি ১৮৯৮ - ১৬ আগস্ট ১৯৮৯), কিংবদন্তি প্রধান শিক্ষক; বিখ্যাত ব্যাকরণবিদ; সহশিক্ষা প্রচলনের বিশিষ্ট ব্যক্তিত্ব; বিখ্যাত কবি শঙ্খ ঘোষের পিতা। ৭. রাজেন্দ্রনারায়ণ গুহঠাকুরতা (১৮৯২ - ২১ জুলাই ১৯৪৫), প্রসিদ্ধ ব্যায়ামবীর; ‘All Bengal Physical culture’ নামে সমিতির প্রতিষ্ঠাতা। ৮. সাবিত্রী দত্ত (১৯০৩ - ১৩ মে ১৯৭৯), ভারতীয় পঞ্জিকার প্রথম ইংরেজি অনুবাদক ৯. নরেন্দ্রনাথ দত্ত (১৯০৪ - ১৯৬৭) চিত্রশিল্পী ও শিশু সাহিত্যিক। ১০. বীরেশচন্দ্র গুহ (৮ জুন ১৯০৪ - ২০ মার্চ ১৯৬২), বিশিষ্ট বিজ্ঞানী; কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক। ১১. কুমুদবিহারী গুহঠাকুরতা (জন্ম ১৯০৬ - ২৮ এপ্রিল ১৯৭৪), ইংরেজ বিরোধী বিপ্লবী কর্মকান্ডের জন্য ২০ বছর কারাদ- ভোগকারী। ১২. শুভ গুহঠাকুরতা (১০.৭.১৯১৮ - ১.১.১৯৮৯), ত্রৈমাসিক রবীন্দ্রসংগীত-সম্মেলনের প্রতিষ্ঠাতা। ১৩. ড. জ্যোতির্ময় গুহঠাকুরতা (১০ জুলাই ১৯২০ - ৩০ মার্চ ১৯৭১), প্রখ্যাত শিক্ষাবিদ ও ১৯৭১ এর শহীদ বুদ্ধিজীবী। ১৪. সত্যপ্রিয় ঘোষ (১২.৯.১৯২৪ - ১৫.১০.২০০৩) বাংলা আকাদেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক; দুই বাংলার জনপ্রিয় কবি শঙ্খ ঘোষের বড় ভাই।

বানারীপাড়া ইউনিয়নের গাভা গ্রামের বিখ্যাত ব্যক্তিগণ: ১. ক্ষীরোদনট্ট (১৮৬৮ - ১২ মার্চ ১৯৭৫), বিখ্যাত ঢোল-বাদক; বরিশালে কংগ্রেস অধিবেশনে অশ্বিনীকুমার দত্ত তিনটি জিনিস উপহার দিয়েছিলেন - মুকুন্দ দাসের গান, ক্ষীরোদ নট্টের ঢোল বাজনা আর বালাম চাল। ২. হেমচন্দ্র ঘোষ (২৪ অক্টোবর ১৮৮৪ - ৩১ অক্টোবর ১৯৮০), অগ্নিযুগের বিশিষ্ট বিপ্লবী এবং ‘মুক্তিসংঘে’র প্রতিষ্ঠাতা। ৩. দেবপ্রসাদ ঘোষ (১৫ মার্চ ১৮৯৮ - ১৪ জুলাই ১৯৮৫), খ্যাতনামা গণিতজ্ঞ, সুপণ্ডিত শিক্ষাব্রতী ও রাজনীতিবিদ; বিপ্লবী শান্তিসুধা ঘোষের ভাই ৪. নির্মলচন্দ্র ঘোষ (অক্টোবর ১৯০০- ১০ অক্টোবর ১৯৮৭), স্বাধীনতা সংগ্রামী। ৫. চারুচন্দ্র ঘোষ (৫ নভেম্বর ১৯০৫ - ৫ ফেব্রুয়ারি ১৯৮৮), কথাসাহিত্যিক ও সরকারের উচ্চপদস্থ কর্মচারী। ৬. শান্তিসুধা ঘোষ (১৮.৬.১৯০৭ - ৭.৫.১৯৯২), বিশিষ্ট শিক্ষাব্রতী ও স্বাধীনতা সংগ্রামী; পিতা বরিশাল ব্রজমোহন কলেজের অধ্যাপক ক্ষেত্রনাথ ঘোষ; মাতা কবি অন্নদাসুন্দরী। ৭. কালীকিঙ্কর ঘোষ দস্তিদার (১৬ জুন ১৯০৮ - ২৮ সেপ্টেম্বর ১৯৭২), বিশিষ্ট চিত্রশিল্পী। ৮. গায়ত্রী দেবী (১২ অক্টোবর ১৯০৮ - ৮ সেপ্টেম্বর ১৯৯৫), প্রথম ভারতীয় তথা বঙ্গনারী যিনি আমেরিকায় বেদান্ত প্রচারের কাজে আত্মনিয়োগ করেছিলেন। ৯. বিজনবালা ঘোষদস্তিদার (১৯ অক্টোবর ১৯২১ - ৯ জুন ১৯৮১), বিখ্যাত সঙ্গীত শিল্পী। ১০. অরুন্ধতী দেবী (১৯২৫ - ১৬ অক্টোবর ১৯৯০) বিশিষ্ট চলচ্চিত্রাভিনেত্রী, চিত্র পরিচালিকা ও রবীন্দ্রসংগীতশিল্পী। ১১. জোছন দস্তিদার (১৬ জুন ১৯৩১ - ১৬ জুলাই ১৯৯৮) বাংলা থিয়েটারের ক্ষেত্রে সমাজসচেতন শিল্পী ও নাট্যকার। ১২. শঙ্কু মহারাজ (৭.৩.১৯৩১ - ১৮.১০.২০০৪) বাংলা সাহিত্যে সুপরিচিত ভ্রমণ কাহিনিকার; আসল নাম জ্যোতির্ময় ঘোষ দস্তিদার। ১৩. সুখরঞ্জন সমদ্দার (১৫ জানুয়ারি ১৯৩৮ - ১৪ এপ্রিল ১৯৭১), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক এবং একজন শহীদ বুদ্ধিজীবী। উল্লেখ্য, বর্তমান প্রশাসনিক বিভাগ অনুযায়ী পূর্বের গাভা গ্রামটি বিভক্ত হয়ে কিছু অংশ বানারীপাড়া উপজেলায় ও কিছু অংশ ঝালকাঠি উপজেলার গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নে পড়েছে। ফলে এখানে যাদের নাম লেখা হলো তাদের অনেকের জন্মস্থানই মূলত ঝালকাঠি উপজেলার গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নে হতে পারে।

বাইশারি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. রাখালচন্দ্র দাস (১৯১৩ - ৩০ নভেম্বর ১৯৮৪) ওরফে রাখালরানি, যাত্রাভিনেতা; গ্রাম: বাইশারি।

চাখার ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. আমির আলী ( সপ্তদশ শতক), মোগল আমলের বাকলা চন্দ্রদ্বীপের এযাবৎ আবিষ্কৃত একমাত্র মুসলিম লেখক; গ্রাম: চাখার। ২. এ কে ফজলুল হক (১৮৭৩ - ১৯৬২), অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী; কোলকাতার প্রথম মেয়র; গ্রাম: চাখার। ৩. সুরেশচন্দ্র দাশগুপ্ত (১৯০২-৯.১২.১৯৯৩), রাজনীতিক; ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য; গ্রাম: খলিসাকোটা। ৪. মহানামব্রত ব্রহ্মচারী (২৫.১২.১৯০৪-১৮.১০.১৯৯৯) বিখ্যাত সাধুপুরুষ; গ্রাম: খলিসাকোটা। ৫. ফণিভূষণ দাশগুপ্ত (২৭ ডিসেম্বর ১৯০৭ - ১২ ফেব্রুয়ারি ১৯৪২), বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী; গ্রাম: খলিসাকোটা । ৬. সৈয়দ আজিজুল হক (নান্না মিয়া) (১ অক্টোবর ১৯১২ - ১৯৯৯), ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকারের প্রথমে শ্রম ও পরে রাজস্বমন্ত্রী; গ্রাম: চাখার। ৭. নরেশচন্দ্র সেনগুপ্ত (৭ আগস্ট ১৯১৬ - ২৩ নভেম্বর ১৯৮৪), শিশুকল্যাণ কাজের জন্য ১৯৮২খ্রি. ভারতীয় জাতীয় পুরস্কারে ভূষিত; গ্রাম: খলিসাকোটা। ৮. রফিকুল ইসলাম (১৯২০ সালের ১৬ জুন - ১৯৬৮ সালের ১ জুলাই), অধ্যাপক ও রাজনীতিবিদ। গ্রাম: বলহার। ৯. ইসহাক চাখারী (১৯২২ -  ??), লেখক; গ্রাম: চাখার। ১০. নূরুদ্দীন আহমদ (বিংশ শতক), লেখক; গ্রাম: বলহার।

সালিয়াবাকপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. জ্যোতিষচন্দ্র রায় (২০ এপ্রিল ১৮৯৯ - ২৪ নভেম্বর ১৯৭৫), ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত খ্যাতনামা প্রাণরসায়নবিদ, গ্রাম: নরোত্তমপুর। ২. ২. মনোরমা বসু (মাসীমা): স্বদেশী আন্দোলনের নেত্রী ও বরিশাল মাতৃমন্দির আশ্রম তথা স্কুলের প্রতিষ্ঠাতা। গ্রাম: নরোত্তমপুর।

ইলুহার ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. শৈলেন্দ্র বিশ্বাস (১২ সেপ্টেম্বর ১৯১৮ - ৬ অক্টোবর ১৯৭২) শিক্ষাবিদ, লেখক ও বিপ্লবী; গ্রাম: ইলুহার। ২. নিখিলরঞ্জন গুহ (২৮.৩.১৯৪০ - ২০০০), নাট্যকার; গ্রাম: মলুহার।


মেহেন্দিগঞ্জ উপজেলা

মেহেন্দিগঞ্জ পৌরসভা অঞ্চলের বিখ্যাত ব্যক্তিগণ: ১. সুজয়া গুহ (৩০ জানুয়ারি ১৯৩৮ - ২৬ আগস্ট ১৯৭০), বাঙালি নারীদের মধ্যে বিশিষ্ট পর্বতারোহী এবং মাউনটেনিয়ারিং এ্যাসোসিয়েশনের সংগঠক।

আলিমাবাদ ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. কবির কাসেম (জন্ম ১৯৫৩ - ২২ জানুয়ারি ১৯৯২), একজন ত্যাগী কৃষক নেতা ও মুক্তিযোদ্ধা; গ্রাম: শ্রীপুর। ২. রূপিয়া খা (ষোড়শ শতক), রাজা কন্দর্প নারায়ণের অস্ত্রশালার একজন প্রকৌশলী; গ্রাম: শ্রীপুর।।

ভাসানচর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. মুহাম্মদ হোসেন চৌধুরী (১৮৯৩ - ১৯৮০ সনের ২৭শে মার্চ), প্রাদেশিক ও কেন্দ্রীয় আইন সভার সদস্য; গ্রাম: ভাসানচর।

চাঁদপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. আশু আকন্দ (উনবিংশ শতক), ইংরেজ তথা তাদের তাবেদার জমিদার বিরোধী কৃষক বিদ্রোহে সারাবাংলার কিংবদন্তিতুল্য নাম; গ্রাম: চাঁদপুর।

মেহেন্দিগঞ্জ ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. আয়েন আলী শিকদার (উনবিংশ শতক), ড. সৈকত আসগরের তথ্যমতে আয়েন আলী শিকদার বরিশাল জেলার প্রথম বাংলা গদ্যের লেখক (গ্রন্থের নাম: বিধবা বিলাস); গ্রাম: রুকুন্দি।

উলানিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. আবদুল লতিফ চৌধুরী (১৮৮২ - ২৬ এপ্রিল ১৯৭৩) উলানিয়ার জমিদার বংশের সর্বশেষ জমিদার; স্বনামধন্য সমাজসেবক ও সরকারি কর্মকর্তা; গ্রাম: উলানিয়া। ২. খোরশেদ আলম চৌধুরী (১৮৯২ - ১৫ মার্চ ১৯৮৫), বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য; গ্রাম: উলানিয়া। ৩. ফজলাল করিম চৌধুরী (১৮৯২ - ৫ জানুয়ারি ১৯৬৩ সাল), ২বার বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য; গ্রাম: উলানিয়া। ৪. ওয়াহেদ রাজা চৌধুরী (?? - ১৯৩৮), হাজী; জেলা কংগ্রেস কমিটির সহ-সভাপতি; আবদুল গাফফার চৌধুরীর পিতা; গ্রাম: উলানিয়া। ৫. মোহাম্মদ আরিফ চেীধুরী (আনুমানিক ১৯০১ - ১৪ অক্টোবর ১৯৬৫), ওরফে ধনু মিয়া; রাজনীতিবিদ; পাকিস্তান আন্দোলন এবং আওয়ামী লীগের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী; গ্রাম: উলানিয়া। ৬. এডভোকেট আমিনুল হক চৌধুরী (?? - ১০ মার্চ ১৯৮৯), রাজনীতিক; উলানিয়ার জমিদার পরিবারের সর্বশেষ জমিদার; ১৯৭৫ সালে তিনি বরিশাল জেলার গভর্নর; গ্রাম: উলানিয়া। ৭. আবদুর রহমান চৌধুরী (২৫ নভেম্বর ১৯২৬ - ১১ জানুয়ারি ১৯৯৪), সুপ্রিম কোর্টের বিচারপতি; গ্রাম: উলানিয়া। ৮. ফজলুর রহিম চৌধুরী (বিংশ শতকের প্রথম ভাগ); লেখক; গ্রাম: উলানিয়া। ৯. মোহাম্মদ কাসেম (১৯১৬ - ২০০১), লেখক ও সাংবাদিক; গ্রাম: নয়াখালী।



তথ্যসূত্র: ১। সংসদ বাঙালি চরিতাভিধান। ২। রুসেলি রহমান চৌধুরী, বরিশালের প্রয়াত গুণীজন। ৩। সিরাজ উদ্দীন আহমেদ, বরিশাল বিভাগের ইতিহাস।