বঙ্গীয় প্রাদেশিক সম্মেলন ১৯২১, বরিশাল

Barisalpedia থেকে

১৯২১ খ্রিস্টাব্দের মার্চ মাসে বরিশালে বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনের অধিবেশন হয়। অশ্বিনীকুমার তখন রোগশয্যায়। তবু তিনি অভ্যর্থনা কমিটির সভাপতি হলেন। শরৎ কুমার গুহ সম্পাদক এবং হাশেম আলী খান যুগ্ম সম্পাদক ছিলেন। মূল সভার সভাপতি হলেন বিখ্যাত জননেতা বিপিন চন্দ্র পাল। ব্রজমোহন বিদ্যালয়ের মাঠে সম্মেলনের জন্য বিরাট মঞ্চ নির্মিত হয়েছিল। সম্মেলনে শরৎ কুমার ঘোষ এক প্রাণ মাতানো ভাষণ দেন। তাঁর ভাষণের ফলে সভায় অহিংস অসহযোগ সমর্থন করা হয়। এ সম্মেলনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশও অসহযোগ সমর্থন করেন। সভায় উকিল মোক্তারদের তিন মাসের জন্য আইন ব্যবসা ত্যাগ করতে বলা হয়। সভার আহবানে সাড়া দিয়ে বরদা কান্ত বন্দ্যোপাধ্যায়, হাশেম আলী খান, ভ‚পতি কান্ত বকশি, দীনবন্ধু সাহা প্রমুখ তিন মাসের জন্য আইন ব্যবসা পরিত্যাগ করেন। খেলাফত ও অসহযোগ আন্দোলন পরিচালনার জন্য যে চাঁদা প্রদান করে তা থেকে ১৭ হাজার টাকা উদ্বৃত্ত থাকে। দেশবন্ধু এ তহবিল হতে স্টীমার ধর্মঘটকারীদের সাহায্যের দশ হাজার টাকা নিয়েছিলেন এবং বাকি টাকা অশ্বিনীকুমার টাউন হল নির্মাণে ব্যয় হয়।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০